NOW READING:
BCCI Big Announcement: আইপিএলের মাঝেই এল সাংঘাতিক বড় খবর! ভারতীয় টিমের এক বড় মাথাকে বরখাস্ত করবে বিসিসিআই
April 17, 2025

BCCI Big Announcement: আইপিএলের মাঝেই এল সাংঘাতিক বড় খবর! ভারতীয় টিমের এক বড় মাথাকে বরখাস্ত করবে বিসিসিআই

BCCI Big Announcement: আইপিএলের মাঝেই এল সাংঘাতিক বড় খবর! ভারতীয় টিমের এক বড় মাথাকে বরখাস্ত করবে বিসিসিআই
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার গাভাস্কার ট্রফি হারের পর গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফের তিনজনকে বরখাস্ত করবে বিসিসিআই। ড্রেসিংরুমের এই খবর ফাঁস হতেই শোরগোল। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের পর, একের পর এক খবর ফাঁস হয়ে যায়। সিরিজ হার খেলাধুলার অংশ হলেও, ড্রেসিং রুমের খবর কী ভাবে ফাঁস হল? 

খবর রটেছিল যে, একজন খেলোয়াড় দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হতে চেয়েছিলেন। অভিযোগ করা হয়েছে যে ভারতের কোচ গৌতম গম্ভীর এই ফাঁস হওয়া খবরের জন্য সরফরাজ খানকে দায়ী করেছেন। 

আরও পড়ুন: ধোনির কীর্তি! এয়ারপোর্টে হুইলচেয়ারে ভক্তকে দেখেই যা করলেন তারকা, স্তম্ভিত নেটপাড়া…

সূত্রমতে, বিসিসিআই এখন এই বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে এবং সহকারী কোচ অভিষেক নায়ারকে বরখাস্ত করবে ঠিক করেছে। যদিও অভিষেক নায়ার খুবই জনপ্রিয় একজন কোচ। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাঁর মেয়াদ মাত্র আট মাস হয়েছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই সম্প্রতি একটি নোটিস পাঠিয়েছে যে তিন বছরেরও বেশি সময় ধরে দলের সঙ্গে থাকা যে কোনও কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সূত্র অনুসারে, ফিল্ডিং কোচ টি. দিলীপ এবং প্রশিক্ষক সোহম দেশাইকেও চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: অগাস্টে অশান্ত পদ্মাপারে বিরাট-রোহিতরা! ইউনূসের বাংলাদেশে আদৌ নিরাপদ তো ভারত?

প্রতিবেদনে বলা হয়েছে, নায়ার এবং দিলীপের জায়গায় কোনও নতুন নিয়োগ করা হবে না। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি সিতাংশু কোটাক ইতিমধ্যেই দলের সাথে যুক্ত এবং রায়ান টেন ডয়েশ্যাট দিলীপের ভূমিকা তত্ত্বাবধান করবেন। দেশাইয়ের ভূমিকা অ্যাড্রিয়ান লে রক্স গ্রহণ করবেন। দক্ষিণ আফ্রিকা বর্তমানে পাঞ্জাব কিংসের সাথে যুক্ত। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কলকাতা নাইট রাইডার্সের সাথে কাজ করেছেন। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ভারতীয় দলের সাথেও কাজ করেছেন। আইপিএলের পর আদ্রিয়ান ভারতীয় দলে যোগ দেবেন।

এর আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, ‘ড্রেসিংরুমে বিতর্ক’ জনসমক্ষে আসা উচিত নয়। ড্রেসিংরুমে এই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন কোচ গম্ভীর। কোচ এবং খেলোয়াড়ের মধ্যে বিতর্ক ড্রেসিংরুমেই থাকা উচিত বলে তিনি মনে করেন। টিমে পারফরম্যান্সই শেষ কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link