NOW READING:
Newtown: নিউটাউনে হাড়হিম কাণ্ড! উদ্ধার রক্তাক্ত টোটো, পাশেই পড়ে যুবকের দেহ…
March 31, 2025

Newtown: নিউটাউনে হাড়হিম কাণ্ড! উদ্ধার রক্তাক্ত টোটো, পাশেই পড়ে যুবকের দেহ…

Newtown: নিউটাউনে হাড়হিম কাণ্ড! উদ্ধার রক্তাক্ত টোটো, পাশেই পড়ে যুবকের দেহ…
Listen to this article


নান্টু হাজরা: নিউটাউন ১৪ নাম্বার ট্যাংক এর কাছে নির্জন জায়গায় টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। পাশেই রয়েছে টোটো। মৃত যুবকের নাম সুশান্ত ঘোষ। বাড়ি রাজারহাট রেকজোয়ানির মাজেরহাইট এলাকায়। এক মহিলা ও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ। স্বামী স্ত্রী। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিস। পুলিস সূত্রে খবর,নিউটাউন ১৪ নাম্বার ট্যাংকের কাছে নির্জন জায়গায় একটি টোটো দাঁড়িয়ে আছে তার সামনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পরে আছে। তড়িঘড়ি পুলিস এসে তাকে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এরপরই ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়।ওই ব্যক্তির নাম সুশান্ত ঘোষ, বাড়ি রাজারহাট থানা এলাকার রেকজোয়ানি মাঝেরহাইট এলাকায়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পরিবারকে খবর দেওয়া হলে সুশান্তর বাবা, স্ত্রী ও বোন ইকোপার্ক থানায় যান। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গতকাল রাতে এক যুবক তার বাড়িতে যায় তার ফোন নাম্বার নিতে, এবং বলে রবিবার রাতে তার টোটো গাড়িটি ভাড়া লাগবে। রাম মন্দির থেকে ইকোপার্ক আসবে বলে। সেই মত রবিবার রাত সাড়ে ১০ টা নাগাদ বাড়ি থেকে বের হন সুশান্ত। এর পাশাপাশি পরিবার এর আরো অভিযোগ দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নাম মামনি। 

জানাজানি হতে তিনি এলাকা থেকে চলে যান কিন্তু তার পরেও সঙ্গে সম্পর্ক ছিল। ওই মহিলার স্বামী একটি টোটো কেনে সুশান্তের জন্য বেশ কয়েক হাজার টাকা ধার দেয়। সেই টাকা চাইছিলো। সেই নিয়ে ঝামেলা হয়। পরিবারের অনুমান ওই টাকা নিয়ে ঝামেলার কারণে খুন করা হয়েছে। স্বামী গিরিশ ঘোষ। অনুমান লোক ভাড়া নিয়ে এই খুন করিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামনি ও গিরিশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুনের পিছনে কারণ কী জানার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি আর কেউ জড়িত আছে কিনা দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:  পাটুলিতে বৃদ্ধাকে ‘খুন’ করে অবশেষে থানায় আত্মসমপর্ণ ছেলের!

আরও পড়ুন: ‘উত্তেজনা তো ওরাই সৃষ্টি করছে’, খোদ পুলিস কমিশনারকে গ্রেফতারের দাবি শুভেন্দুর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link