জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুতো হাতে তিন মুসলিম শিশুকে বেধড়ক মার। বলতে বাধ্য করা হচ্ছে ‘জয় শ্রীরাম’? নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলামের। বিষয়টি সামনে আসতেই উঠেছে নিন্দার ঝড়। রতলামের অশোক নগর এলাকায় এই ঘটনা সামনে আসার পড়ে চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত এলাকায়। পুলিস সূত্রে জানা যায়, ৬,৯ এবং ১১ বছরের তিন শিশু উপর এই অত্যাচার চালানো হয়েছে। স্থানীয়দের মতে, অমৃত সাগর পুকুরের গিয়েছিল ওই তিন শিশু। সেখানেই চড়াও হয় অভিযুক্ত তরুণ। অত্যাচারের ওই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Madhya Pradesh: ভয়ংকর! প্রিন্সিপালের মাথায় গুলি করে খুন দ্বাদশ শ্রেণীর ছাত্রের…
নেটপাড়ায় ছড়িয়ে যাওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে জুতো হাতে তিন শিশুকে মারছে অভিযুক্ত। তাদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করেছে সে। শিশুরা বারবার বলে না মারতে কিন্তু তাও কোনভাবে শুনছিল না তরুণ। শুধু জুতো দিয়ে মারধর না চড়-থাপড়ও মারা হয়। রতলাম পুলিশ জানিয়েছে, ভিডিও-তে যাঁকে দেখা যাচ্ছে মারধর করতে, তাঁর বিরুদ্ধে অশালীনন আচরণ, ইচ্ছাকৃত ভাবে আঘাত করা, অন্যায় ভাবে আটকে রাখা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, ধর্মের ভিত্তি গোষ্ঠী শত্রুতা, ঘৃণা এবং অশান্তিতে উস্কানি জোগানোর মামলা দায়ের হয়েছে।
পুলিস জানিয়েছে ভিডিয়োটি প্রায় দেড় মাস পুরনো। রতলামের ডিভিশনাল এসপি রাকেশ খাকা বলেন, ‘ওই নাবালকদের মারধর করার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমাদের সাইবার টিম গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।’
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মিরাটের এক যুবককে মারধর, নগ্ন করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার অভিযোগ উঠেছিল। যদিও পুলিশ অস্বীকার করেছে যে অভিযুক্তরা তাকে নগ্ন করেছে এবং স্লোগান দিতে বাধ্য করেছে, এবং দাবি করেছে যে এটি প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতার ঘটনা বলে মনে হচ্ছে। শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে, যখন পল্লভপুরমের সোফিপুর গ্রামের বাসিন্দা গুলফাম মঙ্গল পাণ্ডে নগরের একটি বেসরকারি শুটিং রেঞ্জে অনুশীলন করে বাড়ি ফিরছিলেন। তার বাবা আফতাবের অভিযোগ ছিল, গুলফামকে একটি মোটরসাইকেলে করে ভিক্টোরিয়া পার্কে নিয়ে যায় তিন যুবক, সেখানে তারা তাকে মারধর করে, বিবস্ত্র করে এবং ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে। তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় তারা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, মারধর ও নগ্ন হওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)