সৌমিতা মুখোপাধ্যায়: উই ওয়ান্ট জাস্টিস। সময়ের স্লোগান যেন মিলিয়ে দিয়েছে কলকাতা আর প্যারিসকে। শহরের চলচ্চিত্র উৎসবে এসে নারী নির্যাতনের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধের বার্তাই দিয়ে গেলেন ফ্রান্সের মহিলা পরিচালক ক্যারোলিন ভিগনাল।
এই প্রথমবার এসেছেন তিলোত্তমায়। প্রদর্শিত হচ্ছে তাঁর ছবি। ক্যারোলিন কথায় কথায় জানালেন, তিলোত্তমার বিচারের জন্য এ শহরের লড়াইয়ের কথা তিনি জানেন। তাঁর নিজের দেশও একই বিষয়ে উত্তাল। ৭২ বছরের এক নির্যাতিতার বিচার চেয়ে হাজার হাজার মানুষ পথে নেমেছেন সেখানে। নির্যাতনের নিরিখে মেয়েদের কি তাহলে আলাদা কোনও দেশ নেই? এক লহমা ভাবেন ক্যারোলিন। বলেন, গোটা বিশ্বেই মহিলারা নির্যাতনের শিকার। তার বিরুদ্ধে লড়াই হচ্ছে। প্রতিবাদ হচ্ছে। আর তাঁর মত, সেই লড়াই লড়তে হবে সবাইকে। মেয়েদের তো বটেই।
আরও পড়ুন:North Bengal Book Fair: বদলের বাংলাদেশের প্রভাব এবার বইমেলাতেও! বাংলায় চাহিদা নেই পদ্মাপারের বইয়ের…
পৃথিবী সহজে বদলায় না। তবে বদলের চেষ্টা তো করতেই হয়। নিজের ছবিতেও সেই বার্তা। যে মেল গেজ নারীদের পণ্য করে তুলেছে, নিজের ছবিতে তারই বিপ্রতীপ অবস্থান নিয়েছেন ক্যারোলিন। মহিলার দৃষ্টি থেকে তিনি দেখতে চেয়েছেন পুরুষতান্ত্রিক এই সভ্যতাকে। সিনেমা হয়তো বদলের নিশান হয় না। তবু বদলের বীজটুকু ছড়িয়ে দিতে পারে ভাবনায়। এই বিশ্বাস নিয়েই ছবি বানিয়েছেন। সেই ছবি কলকাতার রসিক দর্শক দেখছেন, তাতে তিনি খুশি। আর সেই সঙ্গেই তিনি ছড়িয়ে দিতে চান নারীর ক্রমাগত ঘটে চলা নির্যাতনের বিরুদ্ধে সচেতনতাও। ক্যারোলিন জানেন, দেখার চোখ পালটালেই তা সম্ভব। নিজের সিনেমাতে সঙ্গোপনে যেন সেই কথাই বলতে চান এই মহিলা পরিচালক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours