NOW READING:
Kalighat Horror: ভরদুপুরে কালীঘাটে খুন! গাড়ি রাখা নিয়ে সামান্য বচসায় কোপানো হল সোনার দোকানের কর্মীকে…
June 13, 2025

Kalighat Horror: ভরদুপুরে কালীঘাটে খুন! গাড়ি রাখা নিয়ে সামান্য বচসায় কোপানো হল সোনার দোকানের কর্মীকে…

Kalighat Horror: ভরদুপুরে কালীঘাটে খুন! গাড়ি রাখা নিয়ে সামান্য বচসায় কোপানো হল সোনার দোকানের কর্মীকে…
Listen to this article


অয়ন শর্মা:  ভরদুপুরে কলকাতায় খুন (Kolkata Murder)। কালীঘাট থানার (Kalighat Police Station) বেণীনন্দন স্ট্রিটের (Beninandan Street) সোনার দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে।

খাস কলকাতায় দিনের আলোয় প্রকাশ্যে খুন! কালীঘাট থানার বেণীনন্দন স্ট্রিটের মুখে সোনা-রুপোর দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবকের বিরুদ্ধে। ঝামেলা থামাতে গেলে অভিযুক্ত যুবক সোনার দোকানের কর্মীর ছেলেকেও কুপিয়ে দেয়। সে এখন এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। অভিযুক্ত পলাতক। 

আরও পড়ুন: What is the connection of Vijay Rupani with 1206 number: লাকি সংখ্যাই জীবনের শেষ অঙ্কে করল বিট্রে! Ex CM রুপাণীর মৃত্যুবাণই ‘১২০৬’ …

ঝামেলা থামাতে গিয়ে অভিযুক্ত যুবক সোনার দোকানের কর্মীর ছেলেকেও কুপিয়ে দেয়। সে এখন এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। শহরে এহেন ভয়ঙ্কর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবক পলাতক।

ঘড়ির কাঁটায় দুপুর তিনটে, কালীঘাট থানার অন্তর্গত, বেণীনন্দন স্ট্রিট। সৌমেন ধারা, হাওড়ার উদয়নারায়নপুরের বাসিন্দা। সোনার গয়না বানায়। বাড়ির মালিক তরুণ ধারার বাড়িতে নির্মাণ কাজ চলছিল। 

সেই নির্মাণ সামগ্রী নিয়ে আসার সময় ,বেণীনন্দন স্ট্রিটে থাকা একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। আর সেই গাড়ি ঢোকা নিয়ে বচসা। দুপুর তিনটে নাগাদ, অশেষ সরকার ওরফে পিকলু ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায় সৌমেন কে।

সৌমেনকে দেখেই স্থানীয় যুবক পিকলু চিৎকার শুরু করেন। ফলে বচসায় জড়ায় পিকলু ও সৌমেন। অভিযোগ, সেই সময় হঠাৎ ছুরি বার করে সৌমেনের বুকে, পেটে, ঘাড়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন পিকলু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌমেন। শেষে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: Ahmedabad Plane Crash: বোয়িং কাড়ল সিঁদুর! লন্ডনে স্বামীর সঙ্গ পেতে বিমানে সওয়ার নববিবাহিতার ছিন্নভিন্ন লাশ

তাকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আগামীকাল তার ময়না তদন্ত হবে। কালীঘাট থানার পুলিস খতিয়ে দেখছে গোটা ঘটনা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 





Source link