অয়ন ঘোষাল ও প্রবীর চক্রবর্তী: গড়িয়াহাট কলেজেও ‘মনোজিত্ মডেল’। কসবা ল’ কলেজের গণধর্ষণে অভিযুক্ত মনোজিত্ মিশ্রর ঘনিষ্ট সঞ্জয় চৌধুরীর কুকীর্তি সামনে আসতেই সব মহলে নিন্দার ঝড়।
কলেজ ক্যাম্পাসে মদের আসর:
কলেজ ক্যাম্পাসে উশৃঙ্খলতা, মদের আসর, কলেজের ছাত্রীদের যখন-তখন ডেকে পাঠানো সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকে সবসময় সঞ্জয়। কলেজের হোস্টেলে অনাবাসিক যারা, তারা যখন তখন কলেজের হস্টেলে ঢুকে রুম দখল করে থাকত।
গড়িয়াহাট ITI কলেজ:
গড়িয়াহাট ট্রাম্প-ডিপোর ঠিক উলটো দিকে এই ITI কলেজে সঞ্জয়ের দাপটে ছাত্রছাত্রীদের ওষ্ঠাগত অবস্থা হয়েছে। কলেজ ছুটির পর কলেজে থেকে যাওয়া, কলেজ বাংক করা, কলেজ ছুটির পর ছাত্রীদের ডেকে আনা, মধ্যরাতে মদ্যপান লেজে বসেই, উচ্চগ্রামে গান চালানো- অর্থাত্ কলেজকে যতরকম ভাবে অপব্যাবহার করা যায়- তার প্রত্যেকটির অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে।
কলেজ কর্তৃপক্ষ:
কলেজের ছাত্রীদের অভিভাবকেরা বহুবার কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ করেছেন, কিন্তু কলেজ কেন এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি, তা জানা যায়নি। সঞ্জয়ের দাপট এতটাই বেশি যে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন ওর নামে।
অর্থাত্ একা মনোজিত্ মিশ্র নয়, বিভিন্ন কলেজেই মৌরসীপাট্টা গেড়ে বসে থাসা তৃণমূলের বিভিন্ন ছাত্রনেতারা বকলমে কলেজ চালাত।
আরও পড়ুন: Dilip Ghosh: অবেশেষে সভাপতি শমীকের সৌজন্যে বিজেপি দফতরে! দিলীপ ঢুকতেই স্লোগান, শের আয়া…
আরও পড়ুন: Ahmedabad Plane Crash: অবশেষে জানা গেল অভিশপ্ত ড্রিমলাইনার ভেঙে পড়ার কারণ! প্রাথমিক রিপোর্ট সরকারের হাতে… তাতে…
সোনারপুর কলেজে:
সোনারপুর কলেজেও ‘দাদার কীর্তি’! কলেজের মধ্যেই ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন ছাত্রনেতা! ভাইরাল সেই ভিডিয়ো। ভিডিয়ো ঘিরে তোলপাড় কলেজ চত্বর। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ, আশুতোষ কলেজের পর এবার সোনারপুর মহাবিদ্যালয়ে ‘দাদার কীর্তি’ ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-র ছাত্রনেতা প্রতীক কুমার দে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।
লাভলি মৈত্রের ‘আশীর্বাদে’ই প্রতীকের প্রভাব-ক্ষমতা!
ছাত্রনেতা প্রতীকের পরিচয়ও রীতিমতো চমকপ্রদ। তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। তাঁকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। পাশাপাশি, প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন। প্রশ্ন উঠছে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কীভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান? বিরোধীদের দাবি, এই প্রভাব লাভলি মৈত্রের ‘আশীর্বাদে’!
প্রতীকের বিরুদ্ধে অভিযোগ খোদ কাউন্সিলরের!
একসময় সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেন, “আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম। আজকের ঘটনা ফের প্রমাণ করল আমি ঠিক বলেছিলাম। এটি অত্যন্ত লজ্জার। দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।”
এদিকে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
‘ছাত্র রাজনীতির আড়ালে’
ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে? দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে, সেদিকেই তাকিয়ে ছাত্রমহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)