জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘নারীকে আপন ভাগ্য জয় করিবার, কেহ নাহি দিবে অধিকার… হে বিধাতা?’- রবীন্দ্রনাথ ঠাকুর তো কবেই বলে গিয়েছিলেন এই অমোঘ বাণী। কিন্তু প্রদীদের তলাতেই যে অন্ধকার, তা কে না জানে? কিছুদিন আগেই উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার থেকে নারীর জীবন, নারীর জন্ম থেকে সাফল্য- আলোচনা, সেমিনার, অনুষ্ঠান, ভাষণ কোনকিছুই বাদ যায়না নারী দিবসে। আর সেই সঙ্গে সারা বছর জুড়েই ঘটে চলে কন্যাভ্রূণ হত্যা, ধর্ষণ, পণ-প্রথা আর বধূ নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলো। সম্প্রতি এরকমই আরেকটি ঘটনা ঘটল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ভরা স্টেশনে যুবতীকে ধর্ষণ। নারকীয় বললেও কম বলা হয়। ৩ এপ্রিল ভোরে বেঙ্গালুরুর কে.আর. পুরম রেলওয়ে স্টেশনের কাছে বিহারের এক ১৯ বছর বয়সী তরুণীকে ধর্ষণ করা হয়েছে। মহিলা এবং তার ভাই কেরালা থেকে বিহার যাচ্ছিলেন। তাঁরা কে.আর. পুরমে ট্রেন দাঁড়ালে খাবার কিনতে যান।
ঘটনার পর ওই তরুণী অভিযোগ দায়ের করলে কয়েক ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন, যার নাম আসিফ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ অন্য অভিযুক্তকে খুঁজছে।
আরও পড়ুন: চুমু খেতে চান প্রিয়তমাকে? নির্জনতায় আপনার দিকে উষ্ণ হাত বাড়াচ্ছে ‘স্মুচ ক্যাব’…
পুলিশ জানিয়েছে যে নির্যাতিতা কেরালার কাটাপ্পান শহরে কাজ করতেন কিন্তু চাকরি ছেড়ে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ম্যাঙ্গালুরু যাওয়ার টিকিট কিনেছিলেন কিন্তু একই টিকিট ব্যবহার করে বেঙ্গালুরুতে পৌঁছন।
কে.আর. পুরম রেলওয়ে স্টেশনে পৌঁছনোর আগে, তিনি তার কাকাতো ভাইকে ফোন করেছিলেন। নির্যাতিতা রাত ১:১৩ টার সময় স্টেশনে পৌঁছন।
তরুণী তাঁর ভাইয়ের সঙ্গে খাবার আনতে মহাদেবপুরার দিকে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই দুজন অজ্ঞাত ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। একজন তরুণীর ভাইকে আক্রমণ করে আটকে রাখে বলে অভিযোগ, অন্যজন ওই তরুণীকে টেনে নিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং তার উপর যৌন নির্যাতন চালায়।
আরও পড়ুন: ‘আরও টাকা দাও, আরও!’ অতিষ্ঠ হয়ে এবার মুসকানকেই শ্বাসরোধ করে লাশ পুঁতে দিল জঙ্গলে…
ওই তরুণীর সাহায্যের চিৎকার শুনে, কিছু পথচারী ঘটনাস্থলে ছুটে আসে এবং আক্রমণকারীরা পালিয়ে যায়।
তবে, জনতা অভিযুক্তদের একজন- আসিফকে পুলিশের হাতে তুলে দেয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)