NOW READING:
Tornedo in Padma-River: বাংলাভাষী লোকজন এমন টর্নেডো দেখেননি, নদীর জল যেন মোটা থামের মতো ঘুরতে ঘুরতে উড়ছে! জাস্ট Watch…
April 30, 2025

Tornedo in Padma-River: বাংলাভাষী লোকজন এমন টর্নেডো দেখেননি, নদীর জল যেন মোটা থামের মতো ঘুরতে ঘুরতে উড়ছে! জাস্ট Watch…

Tornedo in Padma-River: বাংলাভাষী লোকজন এমন টর্নেডো দেখেননি, নদীর জল যেন মোটা থামের মতো ঘুরতে ঘুরতে উড়ছে! জাস্ট Watch…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে টর্নেডো! পদ্মা-নদীর জলস্তম্ভ ছঁুলো আকাশ।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডোর আগমন।  মঙ্গলবার বেলা তিনটায় পদ্মা নদীতে জলস্তম্ভ আকাশের দিকে উঠে যায়। কয়েক মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ওই ঘটনার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

দেখুন সেই ভিডিয়ো

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পদ্মা নদীর মাঝখান থেকে জলস্তম্ভ আকাশের দিকে উঠে গেছে। অনেকটা ফানেলের আকার ধারণ করেছে। ওই দৃশ্য দেখে কয়েকজন দৌড়ে দূরে সরে যাচ্ছেন। ধীরে ধীরে তা অদৃশ্য হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: সংলাপ না প্রলাপ! প্রেসিডেন্ট হয়েছেন, এবার পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প…

আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত কোনও স্থানে নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হলে ওই স্থানের উষ্ণ বাতাস ওপরের দিকে উঠে যায় এবং তখন ওই শূন্য জায়গা পূরণের জন্য চারদিকের শীতল বাতাস দ্রুত বেগে ধাবিত হয়। এভাবেই টর্নেডোর উৎপত্তি হয়। 

অল্প সময়ের জন্য তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতিপথে যা পড়ে, সবকিছু নিজের ভেতর টেনে নিতে থাকে এবং ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে থাকে। স্থলে হলে বা জল ও ভূমি মিলে টর্নেডো তৈরি হলে সেটা অনেক সময় শক্তিশালী হয়ে ওঠে। শুধু জলের ওপর টর্নেডো তৈরি হলে সেটা ততটা শক্তিশালী হয় না।

 

বেশির ভাগ ক্ষেত্রেই টর্নেডো দেখতে সরু ফানেলের মতো হয়, যার সরু অংশটি ভূমি স্পর্শ করে। যদিও টর্নেডো বিভিন্ন আকার কিংবা আকৃতির হতে পারে। টর্নেডো পানি টেনে নিয়ে ওপরে তুলে মেঘ তৈরি করে। পরে সেটাই আবার বৃষ্টি হয়ে নেমে আসে। অনেক সময় আকাশে জল তুলে সেটা আবার ছেড়ে দেয়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link