NOW READING:
Mimi Chakraborty: ‘প্রাক্তন প্রেমিক ছিল অত্যন্ত টক্সিক এবং সন্দেহবাতিক!’ বিস্ফোরক মিমি চক্রবর্তী…
March 31, 2025

Mimi Chakraborty: ‘প্রাক্তন প্রেমিক ছিল অত্যন্ত টক্সিক এবং সন্দেহবাতিক!’ বিস্ফোরক মিমি চক্রবর্তী…

Mimi Chakraborty: ‘প্রাক্তন প্রেমিক ছিল অত্যন্ত টক্সিক এবং সন্দেহবাতিক!’ বিস্ফোরক মিমি চক্রবর্তী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরাবর স্বাধীনচেতা, স্পষ্টভাষী অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজের রাজনৈতিক জীবন, অভিনয়- সবকিছু নিয়েই তিনি সোচ্চার। অভিনয় প্রতিভার মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন অনেক বছর আগেই। ‘গানের ওপারে’র (Ganer Opare) ‘পুপে’ থেকে সম্প্রতি ‘ডাইনি’ অবতার- অভিনয়ের দীর্ঘ জার্নিতে তার অভিজ্ঞতার ঝুলিও ভরেছে অনেক। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

‘ডাকাবুকো মিমি’ সম্প্রতি একটি ফিল্মি ইন্টারভিউতে (Interview) তাঁর বহু বছরের ফেলে আসা প্রেম নিয়ে মুখ খুলেছিলেন। নাম না করে তিনি কার দিকে ইঙ্গিত করেছিলেন সে সকলেই বুঝেছে। ইন্টারভিউতে তিনি জানিয়েছেন বহু বছর ধরেই তিনি সিঙ্গেল এবং সিঙ্গেল থাকাটাকেই তিনি এখন উপভোগ করেন। 

অতীতের প্রেমিক ছিল অত্যন্ত টক্সিক এবং সন্দেহবাতিক। শুটিং করতে বিদেশে গিয়েছিলেন। তখন সহ-অভিনেতার সঙ্গে প্রেম করছেন বলে, ফোনেই বিচ্ছিরি ঝগড়া এবং চিৎকার শুরু করেন তাঁর প্রাক্তন প্রেমিক। ভালোবাসায় অন্ধ অভিনেত্রী তখনও এগুলোকে সম্পর্কের ‘রেড ফ্ল্যাগ’ (Red Flag) হিসেবে দেখতে শেখেননি। তার উপর এ সময় ছিল তাঁর ক্যারিয়ারের উত্থানের সময়। তখন দু’হাত ভরে কাজ। বছরে পাঁচ থেকে ছ’টি সিনেমা ছিল তখন ঝুলিতে। কিন্তু প্রেমিক অত্যন্ত ইনসিকিউরিটি ফিল করতেন মিমির এই সাফল্যে। 

আরও পড়ুন:  ‘সইফ আপনার কুকুরকে খেয়ে ফেলেছে! শিগগির আসুন..’ শুনে হতবাক অভিনেতা-দম্পতি, তারপর…

তিনি যেন কিছুতেই মেনে নিতে পারতেন না, মিমির এই নামডাক। সমস্ত সহ-অভিনেতা, বন্ধু-বান্ধব, কাছের চেনা পরিচিত লোক- সকলের সঙ্গেই সন্দেহ করতেন সেই প্রেমিক মিমিকে নিয়ে। সারাক্ষণ এই নিয়ে ঝগড়া লেগেই থাকত। অবশেষে মিমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। যদিও ওই সিদ্ধান্ত তাঁর পক্ষে নেওয়াটা খুবই কষ্টকর ছিল, কারণ সম্পর্কের একটা স্তরে তাঁরা দুজনেই মনস্থির করেছিলেন বিয়ের। তাই এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু এই সম্পর্ক থেকে তিনি শিক্ষা নিয়েই এখন পরিণত হয়েছেন। 

আরও পড়ুন: ‘তুমিতো ক্লাস টেন ফেল, আমি স্নাতক!’ রেগে বলে উঠলেন পুনম… কী এমন হয়েছিল সেইদিন?

পুরো ইন্টারভিউতে মিমি কারও নাম না নিলেও, তার এই প্রেম ভেঙে যাওয়া  এবং সেই প্রেমিক কে, তা সহজেই বোঝা যাচ্ছে। ২০১৭ সালে বহুচর্চিত রাজ-মিমি জুটির প্রেম ভেঙে গিয়েছিল। সম্পর্ক ভাঙার পর দুজনেই দুজনের দিকে ইঙ্গিত করেছিলেন অন্য সম্পর্কের।  মিমি এখনও সিঙ্গেল থাকলেও, পরিচালক রাজ চক্রবর্তী ২০১৮তে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন। বর্তমানে তাঁদের দুই সন্তান ইউভান এবং ইয়ালিনি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link