NOW READING:
Unknown facts about Vijay Rupani: পারিবারিক ব্যবসা, ভাইরা থাকেন কলকাতায়! দুর্ঘটনায় নিহত Ex মুখ্যমন্ত্রীর অজানা কথা…
June 12, 2025

Unknown facts about Vijay Rupani: পারিবারিক ব্যবসা, ভাইরা থাকেন কলকাতায়! দুর্ঘটনায় নিহত Ex মুখ্যমন্ত্রীর অজানা কথা…

Unknown facts about Vijay Rupani: পারিবারিক ব্যবসা, ভাইরা থাকেন কলকাতায়! দুর্ঘটনায় নিহত Ex মুখ্যমন্ত্রীর অজানা কথা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে সাধারণ একটি মোটর পার্টসের দোকান। নাম— মনোজ অটোমোবাইল্‌স। দেখে বোঝার উপায় নেই, ওই দোকানের মালিকের নাম বিপুল রূপাণী। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর তুতো ভাই। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান দুর্ঘটনায় বিজয়ের মৃত্যু খবর নিশ্চিত হওয়ার পর, দাদার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছেন রূপাণীরা। 

বিজয় রুপাণীর পরিবার:

তাঁদের ১৫০ জনের পারিবারিক হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে শুধু উদ্বেগ, আশঙ্কা আর আতঙ্কের বার্তা আসছে। মৃত্যুর কথা মানতে পারছেন না কেউ। সকলের মুখে একটাই কথা— বিজয় ভাইয়ের কী হল!

আমদাবাদে বৃহস্পতিবার দুপুরে যে বিমানটি ভেঙে পড়েছে, তাতে বিজয় ছিলেন। সেই বিমানে চেপেই তাঁর লন্ডনে যাওয়ার কথা ছিল মেয়ের কাছে। কিন্তু মাটি ছাড়ার কয়েক মিনিটের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। বিজয়ের মৃত্যুর খবর সন্ধ্যায় নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল। কলকাতায় তাঁর পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। 

মুহ্যমান পরিবারবর্গ: 

এই ঘটনার পর বিজয়ের আত্মীয়েরা সকলেই গুজরাতে যেতে পারেন। বিজয়ের পরিবারের লোকজন অহমদাবাদের হাসপাতালে রয়েছেন। বিপুল জানিয়েছেন, সেখান থেকে এখনও কোনও খবর আসেনি। খবর পেলেই তাঁরা রওনা দেবেন।

রূপাণীদের বৃহত্তর পরিবারের অনেকেই গত ৬০ বছরের বেশি সময় ধরে কলকাতায় থাকেন। বিজয়ের নিজের দাদা উমেদ রূপাণী থাকেন ভবানীপুরে। বিমান দুর্ঘটনার খবরে ভেঙে পড়েছেন তিনি। পারিবারিক সূত্রে প্রায়ই বিজয় কলকাতায় আসতেন। 

শেষ বার এসেছিলেন গত বছর, বাড়িরই একটি পুজোয়। বিপুল জানিয়েছেন, বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে তাঁদের পারিবারিক হোয়াট্‌স গ্রুপে মুহুর্মুহু বার্তা ঢুকছে। সকলে বার বার খোঁজ নিচ্ছেন। যে যা খবর পাচ্ছেন, গ্রুপে জানাচ্ছেন। পরিবারের সকলে আতঙ্কিত। তাঁদের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপটির নাম ‘রূপাণী গ্রুপ’। লালের উপর বড় বড় হরফে সেই নাম লেখা। 

আরও পড়ুন: WATCH: তখনও জানতেন না মাত্র ৫ মিনিটেই মৃত্যু! দেখুন, অভিশপ্ত উড়ানের যাত্রীদের খুশিয়াল VDO…

লন্ডন যাত্রায় দুর্ঘটনা:

বিজয় লন্ডনে যাবেন, জানতেন বিপুলরা। তবে বৃহস্পতিবারই যাওয়ার কথা জানতেন না আগে থেকে। আচমকা বিমান দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা শোকে পাথর হয়ে গিয়েছেন। বিপুল জানিয়েছেন, পরিবারের সকলের সঙ্গে বিজয়ের সুসম্পর্ক ছিল। 

তিনি নিজে খুব শান্ত, ধীর স্বভাবের ছিলেন। যে কোনও প্রয়োজনে তাঁকে সবসময় ফোনে পাওয়া যেত। কোথাও কিছু ঘটলে আগেভাগে বিজয় সে খবর জানিয়ে দিতেন পারিবারিক গ্রুপে। জনসচেতনতামূলক খবরও জানাতেন। তাঁকে শেষ বার কবে রাগতে দেখেছেন, মনে করতে পারেননি বিপুল। বাড়ির সব অনুষ্ঠানে বিজয়কে পাওয়া যেত। গুজরাতের শাসকদলের বর্ষীয়ান নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সবসময় পা রেখে চলতেন মাটিতে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিজয় গুজরাতের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তাঁর মৃত্যুর খবর শোকের ছায়া বয়ে এনেছে কলকাতাতেও।

আরও পড়ুন:  Ahmedabad Plane Crash updates: শেষ সময়ের হাড়হিম তথ্য! টেক-অফের পর পরই May Day বলে চিত্‍কার পাইলটের, কিন্তু যোগাযোগের চেষ্টায় সাড়া মেলেনি আর…

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সম্পর্কে কয়েকটি তথ্য: 

বিজয় রূপানি গুজরাট নির্বাচনে কংগ্রেসের ইন্দ্রনীল রাজ্যগুরুর বিরুদ্ধে রাজকোট পশ্চিমের আসনে জিতেছিলেন।

রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভের পর টানা দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজয় রূপানি । 

আনন্দীবেন প্যাটেল পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত বিজয় রূপানিকে দ্বিতীয় ইনিংসের জন্য নির্বাচিত করা হয়েছিল। 

রাজকোট পশ্চিম আসন থেকে কংগ্রেসের সবচেয়ে ধনী প্রার্থী ইন্দ্রনীল রাজ্যগুরুকে ২১,০০০ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন রূপানি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link