জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খানের উপর হামলায় অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজ়াদের জামিন খারিজ করল আদালত। বুধবার বান্দ্রা পুলিস শরিফুলের বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট পেশ করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সইফের উপর হামলাসহ অনুপ্রবেশ সংক্রান্ত একাধিক অভিযোগের তথ্যপ্রমাণের উল্লেখও রয়েছে ওই চার্জশিটে।
পুলিসের দাবি, সইফ-কাণ্ডে শরিফুলের প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। প্রসঙ্গত, শরিফুলের আইনজীবী অভিযুক্তের জামিন চেয়ে আবেদন করেছিলেন আদালতে। কিন্তু তার বিরোধিতা করে পুলিস জানায়, অভিযুক্ত জামিনে মুক্ত হলে সাক্ষী এবং আক্রান্ত পরিবারের উপর প্রতিশোধস্পৃহায় এই এতবড় মামলার ক্ষতি করতে পারেন।
আরও পড়ুন- করণ ওবেরয় ধর্ষণ মামলা! মহাবিপাকে পূজা বেদী! রয়েছে আরও তারকার নাম? কড়া আদালত….
আরও জানা গিয়েছে, মুখের পাশাপাশি আঙুলের ছাপ, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ সব মিলে গিয়েছে প্রমাণের সঙ্গে। সেই তথ্যও তুলে ধরা হয়েছে চার্জশিটে। সমস্ত সাক্ষ্য, তথ্যপ্রমাণ বলছে, পুরো বিষয়টির সঙ্গে যুক্ত শরিফুল।
আরও পড়ুন-‘নিজেরই নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে! আমি না পারলে তোমরা এসে…’ লজ্জিত পরিচালক..
১৬ জানুয়ারি ২০২৫ রাত ২টো নাগাদ ৫৪ বছরের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতার বান্দ্রার বাড়িতে অনুপ্রবেশ করেন। বাড়ির ১১ তলার শৌচাগার দিয়ে অভিনেতার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরে প্রথম ঢোকেন। আক্রমণ করেন চার বছরের ছেলের আয়াকে। তাঁর চিৎকারে সইফ ছুটে যান ছেলের ঘরে। অভিযুক্তকে বাধা দিতে গেলেই সইফ ছুরিকাহত হন।
শুধু তাই নয়, শরিফুলের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাসের অভিযোগ উঠেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)