Reels on Duty Sub-Inspector: ইউনিফর্মেই রিলের তাগিদে উদ্দাম নাচ! অন ডিউটি মহিলা ইনস্পেকটরকে সাসপেন্ড…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেশায় তিনি বিহার পুলিসের একজন মহিলা সাব-ইনস্পেকটর, নেশা সোশ্যাল মিডিয়ায় রিল বানানো। তাঁর ফেসবুক প্রোফাইলে ১২,০০০ -এরও বেশি ফলোয়ার। নেশার বশে করে ফেললেন ভুল। ডিউটির সময় করলেন রিল! এই বদ-অভ্যাসই তাঁকে বিপদের দিকে ঠেলে দেয়। 

আরও পড়ুন:IIT Baba Assaulted: নিউজ চ্যানেলে বেধড়ক লাঠি পেটা খেলেন! মহাকুম্ভের আইআইটি বাবার চাঞ্চল্যকর দাবি!

এবার আসি পুরো ঘটনায়, নাম প্রিয়াঙ্কা গুপ্তা তিনি চম্পারণ জেলার পাহারপুর থানার সাব-ইনস্পেকটর। তিনি ডিউটিতে থাকাকালীন রিল তৈরি করার সময় তাঁকে দেখে ফেলেন এবং এই দোষেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রিয়াঙ্কা গুপ্তার বরখাস্ত হওয়ার খবর দেন এসপি স্বর্ণ প্রভাত। গত কয়েকদিন ধরেই স্থানীয়রা প্রিয়াঙ্কার বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের দাবি প্রায় সময়ই প্রিয়াঙ্কা কাজের সময় সব কাজ ছেড়ে রিল তৈরিতে ব্যস্ত হয়ে যেতেন। এরপর তিনি ভিডিয়োগুলি আরও সময় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। এমনকি হিন্দি গানের সঙ্গে করা তাঁর কিছু রিল অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছে। 

জনপ্রিয় হওয়া এই রিলে দেখা গেছে প্রিয়াঙ্কা তাঁর নিজের ইউনিফর্মেই এক গাড়িতে বসে এবং তিনি চশমা পড়ে আছেন ও তাঁর পাশে টুপি রাখা আছে। আরেকটি রিলে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘জীবনে সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখো কিন্তু কখনও কারোর কাছ থেকে কিছু পাবার আশা কোরো না।’

শুধু গাড়িতে নয়, প্রিয়াঙ্কা ব্যাংক পরিদর্শনের সময়ও রিল বাজিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল তিনি দাঁড়িয়ে আছেন। এই ছবির ব্যকগ্রাউন্ডে একটি হিন্দি গান বাজতেও শোনা গিয়েছিল। এই ভিডিয়ো ছাড়ার সঙ্গে সঙ্গেই বিহার পুলিস তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাঁকে সাসপেন্ড করা হয়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পূর্ব চম্পারণের এসপি প্রভাত বলেন, ‘প্রিয়াঙ্কা গুপ্তের বিরুদ্ধে ব্যাংক পরিদর্শন কারার সময় রিল করার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও দাবি তিনি থানার ভিতরেও বসে রিল তৈরি করেছিলেন। এরফলে থানার শৃঙ্খলা ও পুলিসের ভাবমূর্তি নষ্ট হয়।’

তদন্তের পর প্রিয়াঙ্কাকে বরখাস্ত করা হয়েছে। এসপি আরও উল্লেখ করেন, বিহার পুলিস কর্মীদের কাজের সময় সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছিস কিন্তু প্রিয়াঙ্গা সেই নিয়ম লঙ্ঘন করায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। 

তারওপর প্রিয়াঙ্কা পুলিসের ইউনিফর্ম পড়ে মোবাইলে রিল বানিয়েছিলেন। একে ডিউটির সময় মোবাইল ব্যবহারের ওপর আছে একাধিক বিধিনিষেধ তারওপর ইউনিফর্ম পড়ে রিল করায় তিনি গুরুতর অপরাধ করেছেন বলে জানাচ্ছেন এসপি প্রভাত। 

জানা গিয়েছে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। তিনি নিয়মিত রিল আপলোড করতেন এবং সেই রিলেই তাঁর হাজার হাজার ভিউ হতো। এইভাবেই তিনি রিলের নেশায় আসক্ত ডুবে গিয়েছিলেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours