NOW READING:
Bangladesh: বাংলাদেশে ঈদের নমাজে খালিদা জিয়ার নাম না দেওয়ার ইমামকে হুমকি!
March 31, 2025

Bangladesh: বাংলাদেশে ঈদের নমাজে খালিদা জিয়ার নাম না দেওয়ার ইমামকে হুমকি!

Bangladesh: বাংলাদেশে ঈদের নমাজে খালিদা জিয়ার নাম না দেওয়ার ইমামকে হুমকি!
Listen to this article


সেলিম রেজা ও মুন্না খান, নারায়ণগঞ্জ: ঈদের নমাজে কেন খালিদা জিয়ার নাম নেন কেন? বদলের বাংলাদেশে এবার হুমকির মুখে  ইমামকে! ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

খুশির ঈদ। আজ, সোমবার নারায়ণগঞ্জের কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের নমাজে অংশ নেন ইসলাম ধর্মালম্বীরা।  ইমামতি করেন চরকাশীপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ ইমদাদুল হক। জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে তিনি জানান, দোয়ার সময় বিশেষ কারও নাম উল্লেখ করেননি। আর তাতেই ক্ষুদ্ধ হন যুবদলের প্রাক্তন সহ সম্পাদক সৈকত হাসান।

অভিযোগ, নমাজ শেষে  ইমামকে রীতিমতো ঘিরে ধরেন  সৈকত ও তাঁর অনুগামীরা। জানতে চান,  খালেদা জিয়ার নাম নেননি তিনি? এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, ইমামকে নাকি বরখাস্ত করার হুমকি দেওয়া হয়! ইমাম ইমদাদুল হক  জি ২৪ ঘন্টাকে বলেন, ‘আমি সব অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে দোয়া করেছি। কিন্তু দলীয় রাজনীতির বাইরে থাকার জন্যই কারো নাম নেয়নি। এরপরেও আমাকে হুমকি দেওয়া হয়েছে’। প্রতিবাদে সরব স্থানীয়রা।

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা সৈকত হাসান। জি ২৪ ঘন্টাকে তিনি বলেন, ‘আমি তাকে শুধু জিজ্ঞেস করেছি কেন বেগম খালেদা জিয়ার নাম নেওয়া হয়নি। কোনও হুমকি দেয়নি’।

আরও পড়ুন:  Imran Khan | Nobel Peace Prize: এবার শান্তির জন্য নোবেল পুরস্কার ইমরান খানকে! জেলে বসেই মানবতার জয়জয়কার অধিনায়কের…

আরও পড়ুন:  Florida woman arrested: নিজের কুকুরের সঙ্গেই উদ্দাম যৌনতা! প্রকাশ্যে ভিডিয়ো, গ্রেফতার ইনস্টা ‘সুন্দরী’…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link