NOW READING:
Ileana D’Cruz: জল্পনাই সত্যি হল! দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা, নিজেই জানালেন…
February 16, 2025

Ileana D’Cruz: জল্পনাই সত্যি হল! দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা, নিজেই জানালেন…

Ileana D’Cruz: জল্পনাই সত্যি হল! দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা, নিজেই জানালেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর শুরুর প্রথমদিনই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। ইলিয়ানার ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকেই আন্দাজ করেছিলেন যে, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। তবে তখন তিনি এই নিয়ে কিছু মন্তব্য করেননি। জল্পনাকে সত্যি করেই এবার অভিনেত্রী জানালেন যে, তিনি অন্তঃসত্ত্বা।

গত শনিবার ইলিয়ানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কুরকুরের প্যাকেটের সঙ্গে অ্যান্টাসিডের ছবি শেয়ার করেন। ছবি তলায় ক্যাপশনে লেখা, ‘মুখে না বলে বোঝাও যে তুমি প্রেগন্যান্ট’। এই নিয়ে স্পষ্ট করলেন যে, তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন।

এর আগে, ইলিয়ানা তাঁর ফ্যানেদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে ২০২৪ সালের ১২ মাস কেমন কেটেছে, তার ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু ভক্তদের চোখ আটকেছে অক্টোবর মাসে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে, ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। সেই থেকেই শুরু হয় অনেকে অনুমান করতে শুরু করে যে অভিনেত্রী অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন:Dowry Harassment: ২৫ লাখ টাকা, স্করপিও গাড়ি চাই! না দেওয়ায় বউমাকে HIV ইনজেকশন দিল শ্বশুরবাড়ি…

২০২৩ সালে লোকচক্ষুর আড়ালে ইলিয়ানা তাঁর প্রেমিক মাইকেলকে বিয়ে করেন। সেই বছরের এপ্রিলেই তিনি তাঁর প্রথম প্রেগন্যান্সির কথা প্রকাশ্যে আনেন। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রীতিমত চমকে ওঠে অভিনেত্রীর ফ্যানেরা।

উল্লেখ্য, ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছিল ‘দো অউর দো পেয়ার’।  শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত এটি একটি রোম্যান্টিক কমেডি ছবি। এতে বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেনধিল রামামূর্তিকেও দেখা গিয়েছিল। বক্সঅফিসে ছবিটি যদিও মুখ থুবড়ে পড়ে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link