# Tags
#Blog

বছরে ৬০ লাখেরও বেশি প্যাকেজ, আইআইটির এই পড়ুয়ারা পেল মোটা বেতনের চাকরি

বছরে ৬০ লাখেরও বেশি প্যাকেজ, আইআইটির এই পড়ুয়ারা পেল মোটা বেতনের চাকরি
Listen to this article


IIT Patna: ২০২৫ সালের জন্য প্লেসমেন্ট বা ক্যাম্পাসিং শুরু হয়েছে আইআইটি পাটনায়। আর এই প্লেসমেন্টের প্রথম পর্বে দারুণ অভিজ্ঞতা হয়েছে শিক্ষার্থীদের। এই প্লেসমেন্ট সেশনে মোট ২০৭ জন শিক্ষার্থী চাকরির অফার পেয়েছেন। এর মধ্যে ৫৮টিই রয়েছে প্রি-প্লেসমেন্ট অফার (IIT Placements) অর্থাৎ ডিগ্রি কোর্স শেষ হওয়ার আগেই চাকরির (IIT Patna) অফার এসেছে বেশ কিছু শিক্ষার্থীদের হাতে। তাদের ক্ষেত্রে গড় বার্ষিক প্যাকেজ ধরা হয়েছে ২৫.৫২ লক্ষ টাকা। আবারও এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার্থীদের পরিশ্রমের নজির প্রমাণিত হল।

এই প্লেসমেন্ট সিজনে ১৫ জনেরও বেশি শিক্ষার্থী ৬০ লাখ টাকার উপরের প্যাকেজে চাকরি পেয়েছে। ইনস্টিটিউটের অ্যাকাডেমিক এবং পেশাদার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছে। আইআইটি পাটনার শিক্ষার্থীরা জাপানের শীর্ষস্থানীয় সংস্থাগুলি থেকে আন্তর্জাতিক চাকরির অফারও পেয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানের বৈশ্বিক পরিচয় মজবুত হয়েছে।

কোন সংস্থা কত টাকার অফারে চাকরি দিয়েছে

আইআইটি পাটনার শিক্ষার্থীরা এই সেশনে কিছু শীর্ষস্থানীয় সংস্থার (IIT Placements) চাকরির অফার পেয়েছে। এর মধ্যে রয়েছে গুগল (১৩টি অফার), টুরিং (১১টি অফার), মাইক্রোসফট, আরআরই লিমিটেড, টাইগার অ্যানালিটিক্স ইত্যাদি সংস্থা। এছাড়া ফ্লিপকার্টেও এসেছে ৭টি অফার এবং অ্যাক্সেঞ্চার থেকে ৬টি অফার এসেছে আইআইটি পাটনায়।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, কনসালটিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইত্যাদি প্রোফাইলের জন্য চাকরি দেওয়া হয়েছে। নানা ছাত্র-ছাত্রীরা এই অফার পেয়েছেন।

আন্তর্জাতিক চাকরির অফার

এই বছর আইআইটি পাটনার শিক্ষার্থীরাও জাপানের বেশ কিছু বড় বড় সংস্থার থেকে চাকরির অফার (IIT Placements) পেয়েছে। অ্যাক্সেঞ্চার জাপান, সাকাতা ইনকর্পোরেশন, এনটিটি এফএক্সের মত সংস্থাগুলি থেকে এসেছে চাকরির অফার। আইআইটি পাটনার ছাত্র-ছাত্রীরা এভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে চাকরিজগতে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছে।

নির্বাচনের প্রক্রিয়া

আইআইটি পাটনায় এই বছর হাইব্রিড মোডে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। ভার্চুয়াল এবং ফিজিক্যাল ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এমনভাবে এই ডিজাইন করা হয়েছে যে শিক্ষার্থী এবং নির্বাচকদের মধ্যে যোগাযোগ সক্রিয় থাকে এবং কার্যকর হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: SBI Recruitment: ১৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, ৪৭ হাজার পর্যন্ত মিলবে বেতন- আবেদন করেছেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal