NOW READING:
রাতে শেষবার কথা, ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছলেন মা-বাবা, হস্টেলের দরজা ভাঙতেই..
January 12, 2025

রাতে শেষবার কথা, ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছলেন মা-বাবা, হস্টেলের দরজা ভাঙতেই..

রাতে শেষবার কথা, ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছলেন মা-বাবা, হস্টেলের দরজা ভাঙতেই..
Listen to this article


পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে IIT-তে ফের ছাত্রের রহস্যমৃত্যু। ফের মর্মান্তিক ঘটনার মুখোমুখি দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার কসবার বাসিন্দা শাওন মল্লিকের ঝুলন্ত দেহ।

গতকাল রাতে মায়ের সঙ্গে শেষবার কথা শাওন মল্লিকের। সকাল থেকে ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছন ছাত্রের মা-বাবা। হস্টেলের ঘরের দরজা ভেঙে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। 

আরও পড়ুন, ‘জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশেই বাঘ..’ !

আরও দেখুন



Source link