# Tags
#Blog

Sheikh Hasina: ‘হাসিনাকে ফেরত না দিলে, সেটা ভারতের চুক্তিভঙ্গ! আমরা দেখে নেব…’

Sheikh Hasina: ‘হাসিনাকে ফেরত না দিলে, সেটা ভারতের চুক্তিভঙ্গ! আমরা দেখে নেব…’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্র আন্দোলনের ঢেউয়ে পদত্য়াগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। ভারতে এসেই আশ্রয় নিয়েছিলেন মুজিব কন্যা। তারপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি নয়াদিল্লিকে ‘কূটনৈতিক চিঠি’ পাঠিয়েছিল ঢাকা। এমনকী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুকে কার্যত সুর নরম করেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়ে দিয়েছিলেন, হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না!

আরও পড়ুন, Richest US Presidents: আমেরিকার সবচেয়ে ধনী প্রেসিডেন্ট কারা? তাঁদের সম্পত্তির পরিমাণ জানেন?

কিন্তু এবার উল্টোদিকে ঘুরেই বাংলাদেশ জানাল, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে চুক্তির লঙ্ঘন করবে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেটার সুস্পষ্ট লঙ্ঘন হবে বলেই জানালেন ওদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনার বিরুদ্ধে এর মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা করব।

জুলাই বিপ্লব চলাকালীন ‘গণহত্যা’র বিচারের জন্য হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ভারতের সঙ্গে যে ‘প্রত্যর্পণ চুক্তি’ রয়েছে, তার ভিত্তিতেই হাসিনাকে ফেরত পাওয়া যাবে বলে সরব হয়েছিল ঢাকা। হাসিনাকে ভারতে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ যে এখনও আশাবাদী তা বোঝাই যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির অর্থাৎ বিএনপি, জামাত হাসিনাকে ফেরানোর জন্য চাপ সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকারকে। 

আরও পড়ুন, Bangladesh: কথা না শুনলেই পড়ছে কোপ, বদলের বাংলাদেশে এবার অপসারিত তথ্য কমিশনার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal