NOW READING:
বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন ? আইডিয়াজ অব ইন্ডিয়ায় মুখ খুললেন ভূমি
February 21, 2025

বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন ? আইডিয়াজ অব ইন্ডিয়ায় মুখ খুললেন ভূমি

বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন ? আইডিয়াজ অব ইন্ডিয়ায় মুখ খুললেন ভূমি
Listen to this article


নয়াদিল্লি:  কীভাবে তিনি অভিনয়ে এসেছেন, একথা প্রায় সকলেই জানা। শুরুর দিন গুলি কেমন ছিল ? ক্যারিয়ারে বড় সাফল্যের পর কোন কোন ছবিকে বাদের তালিকায় রেখেছিলেন, এসব প্রশ্ন তো ছিলই। তবে ক্যারিয়ারের শুরুতে  কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন কি ?  আইডিয়াজ অব ইন্ডিয়ায় মুখ খুললেন ‘দম লাগাকে হাইসা’ খ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকর।

এবিপি নেটওয়ার্ক, আইডিয়াজ অফ ইন্ডিয়া: আমরা ভাবছি, কীভাবে বর্ণনা করব ভূমিকে ? এককথায় বলার কোনও বিশেষণই যে নেই ! .. আমার মনে হয়, সেখানে একটি বড় ইস্যু রয়েছে ইন্ড্রাস্টিতে। যেটা নিয়ে আমরা শুনেছি। পড়েছি। সেটা কাস্টিং কাউচ (যৌন হয়রানি). এটা তখন শোনা যায়, যখন মানুষ  এবিষয়ে কোনও খবর প্রকাশ্যে আনে। হেমা কমিটির রিপোর্টের পর আমরা নিশ্চিত হয়েছি যে, হ্যাঁ কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রকৃতই শোষণের ঘটনা ঘটেছে। বলিউডে কী পরিস্থিতি রয়েছে ? বলিউডে ক্যারিয়ার গড়ার সময় মহিলারা কি প্রকৃতই হুমকি পান ?

ভূমি পেডনেকর: আমি আমার উত্তরটা দুটো ভাগে দিতে চাই। অভিনেত্রী হওয়ার আগে, দীর্ঘ অনেকগুলি বছর ধরে আমি একজন কাস্টিং ডিরেক্টর ছিলাম। আমি একটি প্রতিষ্ঠানে কাস্টিংয়ের কাজ করতাম। সেটা ছিল খুবই পরিষ্কার। এবং শৃঙ্খলবদ্ধ। এমনকি সেই সময় আমার কাস্টিং ডিরেক্টর অভিমন্যু রায়, আমার উপস্থিতি ছাড়া,  কখনই কোনও মহিলাকে অডিশনে ডাকতেন না। আমি মাত্র ১৭ বছর বয়স থেকে যশরাজ ফিল্মে কাস্টিং ডিরেক্টরের কাজ শুরু করি। ..আমি নিজে কখনও এমন অভিজ্ঞতার শিকার হইনি। তার মানে এই নয় যে, কাস্টিং কাউচের কোনও অস্তিত্ব নেই।..’

আরও পড়ুন, শিল্পীদের নজর রাখা উচিত কীসে ? আইডিয়াজ অব ইন্ডিয়ায় সোজাসাপটা তাপসী পন্নু

আরও দেখুন



Source link