NOW READING:
Minister Quits: নিজের অনৈতিক যৌনতার কথা স্বীকার করে পদত্যাগ মন্ত্রীর! প্রধানমন্ত্রী পর্যন্ত বিচলিত…
March 22, 2025

Minister Quits: নিজের অনৈতিক যৌনতার কথা স্বীকার করে পদত্যাগ মন্ত্রীর! প্রধানমন্ত্রী পর্যন্ত বিচলিত…

Minister Quits: নিজের অনৈতিক যৌনতার কথা স্বীকার করে পদত্যাগ মন্ত্রীর! প্রধানমন্ত্রী পর্যন্ত বিচলিত…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগ করলেন আইনল্যান্ডের শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রী আস্থিলদার লোয়া থোরসদোত্তির। তিনি জানালেন একটি টিনেজার ছেলের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়েছিল, এ কথা ঠিক। এবং তাঁদের সম্পর্কের একটা পর্যায়ে ওই টিনেজারের ঔরসে তিনি এক সন্তানেরও জন্ম দেন। আর এ কথা স্বীকার করেই পদত্যাগ করেন তিনি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

থোরসদোত্তির জানিয়েছেন, সম্পর্কটি বহু পুরনো। আজ থেকে তিন দশক আগে, তখন তাঁর নিজের বয়স ছিল ২২ বছর, আর ওই কিশোরের বয়স ছিল ১৫ বছর। ধর্মীয় একটি দলের কাউন্সেলর ছিলেন আস্থিলদার। সেখানেই তাঁদের পরিচয়। এরপর আস্তে আস্তে সেটা শারীরিক সম্পর্কের দিকে যায়। বর্তমানে আস্থিলদার লোয়া থোরসদোত্তির বয়স ৫৮। তিনি তাঁর ২৩ বছর বয়সে ওই সন্তানের জন্ম দেন। নিজের অপরাধ স্বীকার করে তিনি শিশুকল্যাণ বিষয়ক মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে, জানা গিয়েছে, পার্লামেন্ট থেকে পদত্যাগের কোনো পরিকল্পনাই নেই তাঁর।

আস্থিলদারের ওই টিনেজ প্রেমিকের নাম ইরিক আসমুন্ডসন। বর্তমানে যিনি টগবগে এক যুবক। তাঁর ব্যক্তিগত জীবনে তখন একটু ডামাডোল চলছিল। সেই পরিস্থিতিতেই তিনি ওই ধর্মীয় দলে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই কাজ করতেন আস্থিলদার। এই সুযোগেই তাঁদের সাক্ষাৎ, যোগাযোগ, প্রেম, এবং শারীরিক সম্পর্ক। সেই সম্পর্কেই তিনি তাঁর ২৩ বছর বয়সে একটি পুত্রসন্তানের জন্ম দেন। তার বয়স এখন ১৬ বছর।

আরও পড়ুন: Most Deadliest Avalanche: ইতিহাসের ভয়ংকরতম তুষারধসে মৃত্যু প্রায় ৮০ হাজার, গৃহহীন লক্ষ-লক্ষ! কোথায় ঘটল ভয়ংকর এই বিপর্যয়?

আরও পড়ুন: Missing MP Woman: মাথা থ্যাঁতলানো! কিন্তু ‘ট্যাটু’ দেখে যে মেয়েকে সেদিন চিনলেন বাবা, দু’বছর পরে চোখের সামনে সেই মেয়েই…

এ কথা ঠিক যে, আইসল্যান্ডে ব্যক্তিগত যৌনতায় সম্মতি জানানোর বয়স ১৫ বছরই। কিন্তু কেউ যদি মেন্টর বা শিক্ষক বা শিক্ষিকা হন, কিংবা যদি কোনো ব্যক্তি আপনার উপর আর্থিকভাবে নির্ভরশীল হন বা আপনার জন্য কাজ করেন, তাহলে তাঁর ১৮ বছর বয়সের আগে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা বেআইনি। আর এই অভিযোগে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তাঁর সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে। আইন অন্তত তেমনই।

আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রান ফ্রেস্টাদোত্তির বলেছেন, বিষয়টি সিরিয়াস। সাধারণ ভাবে মানুষ এসব বিষয়ে যা জানেন, তার চেয়ে অন্তত কিছু বেশি জানার কথা ছিল মন্ত্রী আস্থিলদারের। তাই তিনি এই অভিযোগ পেয়ে আশ্চর্য হয়েছেন। এবং অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তাঁর অফিসে তিনি তলব করেন আস্থিলদারকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link