ICC Test Batting Rankings: রুট রাজত্বের অবসান! এখন কে বিশ্বের ১ নম্বর? সেরা দশে ভারতের দুই তরুণ তুর্কি

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:7 Minute, 45 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন উইলিয়ামসনকে (Kane Williamson) সরিয়ে, গত জুলাই মাসে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার হয়েছিলেন জো রুট (Joe Root)। তবে তাঁর আর একে থাকা হল না! প্রাক্তন ইংরেজ অধিনায়ককে গদিচ্যুত করলেন তাঁরই সতীর্থ! 

আইসিসি সাম্প্রতিক টেস্ট ব্যাটারের যে ক্রমতালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে রুটকে দুয়ে নামিয়ে, একে উঠে এলেন হ্যারি ব্রুক (Harry Brook)। জীবনে প্রথমবার বিশ্বের ১ নম্বর ব্যাটার হওয়ার স্বাদ পেলেন দুরন্ত ফর্মে থাকা বছর পঁচিশের ক্রিকেটার। 

আরও পড়ুন: আক্রম-ওয়াকাররাও পারেননি, করে দেখালেন শাহিন, ইতিহাস লিখলেন পাক পেসার…

ব্রুক ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে সচিন তেন্ডুলকরকে স্পর্শ করেছেন। টেস্ট ব্যাটারদের জন্য সর্বকালের ৩৪ তম সর্বোচ্চ রেটিং যা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের, প্রথম দুই টেস্টের পর রুটের থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে এই তরুণ তুর্কি। রুটের রেটিং পয়েন্ট ৮৯৭। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন ব্রুক। 

২৩ টেস্টে ৬১.৬২-এর গড়ে ২২৮০ রান করেছেন তিনি। রয়েছে আটটি শতরান। চলতি বছরও ব্রুক রয়েছেন দারুণ ফর্মে। ১১ টেস্টে ১০৯৯ রান করে ফেলেছেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ক্রায়েস্টচার্চে তিনি ১৭১ রানের ইনিংস খেলেছেন। 

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে করেছেন যথাক্রমে ১২৩ ও ৫৫। নিউ জিল্যান্ড-ইংল্য়ান্ডের তৃতীয় টেস্ট হ্য়ামিলটনে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে তা। ওই টেস্টের পরেই ঠিক হয়ে যাবে ব্রুক না রুট, কে একে থেকে শেষ করবেন বছর!

অস্ট্রেলিয়ার তারকা ট্র্যাভিস হেড (ছয় স্থান উঠে এখন পাঁচে) এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (তিন ধাপ উপরে এখন সাতে) টেস্টের সেরা ১০ ব্যাটারদের তালিকায় এসেছেন। প্রাক্তন নম্বর ১ নম্বর ব্যাটার মার্নাস লাবুশানে তিন ধাপ উঠে ১৩ নম্বরে এসেছেন।

সেরা দশে ভারতের দুই প্রতিনিধি- চারে যশস্বী জয়সওয়াল ও নয়ে ঋষভ পন্থ। তিনি তিন ধাপ নেমে গিয়েছেন। প্রথম কুড়ি যদি দেখা হয়, তাহলে থাকবেন চারজন। যশস্বী-ঋষভের পর রয়েছেন শুভমন গিল (এক ধাপ উঠে ১৭ নম্বরে), ২০ নম্বরে বিরাট কোহলি (ছয় ধাপ নেমে গিয়েছেন তিনি)

আরও পড়ুন: ২০২৪ খুঁজেছে তাঁদের; তালিকায় একজন বিশ্বকাপজয়ী, আপনার ধারণারও বাইরে ৯ নম্বরে যিনি!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *