Pakistan Name On Indian Jersey: জ্বলন্ত জার্সি-বিতর্ক; ICC শুনিয়ে দিল নিদান, PCB বনাম BCCI যুদ্ধে কে জয়ী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি (PCB)।
২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র (ICC) পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।
আরও পড়ুন: সূর্য-হার্দিক-সহ ১৪ তারকার ডোপ পরীক্ষা! ইডেনে খেলা শুরুর আগেই এল চাঞ্চল্যকর আপডেট
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ফের এক নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। জানা গিয়েছে ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম লেখানোয় তীব্র আপত্তি জানিয়েছে। পাকিস্তানে না খেলার পাশাপাশিই, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনে রোহিত শর্মাকে না পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে বিসিসিআই। এবার পাকিস্তানের নাম জার্সিতে খোদাই না করার পথে হাঁটছে বিসিসিআই!
এই বিষয়ে আইসিসি-র হস্তক্ষেপ দাবি করে পিসিবি ভারতের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতি ঢোকানোরও অভিযোগ এনেছে। এই প্রসঙ্গে আইসিসি শুনিয়ে দিল নিদান। আইসিসি-র এক আধিকারিক এ-স্পোর্টসে জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রতিটি দলের দায়িত্বই তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যোগ করা। সমস্ত দল এই নিয়ম মেনে চলতে বাধ্য।’ ঘটনাচক্রে আইসিসি ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিটি ক্রিকেটীয় দেশকেই, নিজেদের জার্সিতে আয়োজক দেশের নাম লেখা বাধ্যতামূলক!
সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দেশ। খেলা হয়েছে নিরপেক্ষ দেশে। যদিও পাকিস্তান এসেছে ভারতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশের শেষবার সাক্ষাত্ হয়েছিল।
আরও পড়ুন: ৮ ইনিংসে ৩৮৯.৫০-র গড়ে ৭৭৯ রান! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়তেই তোপ ভারতীয় তারকার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)