ভারতের জয়ে পাকিস্তান ‘টানলেন’ শুভেন্দু ! পোস্টে শুধুই …

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা: মরুশহরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ! টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এক্স হ্যান্ডেলের ছবিতে টিম ইন্ডিয়া এবং ফোকাসে রোহিত শর্মা। এক্সহ্যান্ডেলে পোস্ট করে বলেছেন,’কী অসাধারণ জয় ! ভারতীয় ক্রিকেট টিম কী অসাধারণভাবে জিতে নিল চ্যাম্পিয়ন ট্রফি। পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়েছে ভারত। সবই ঠিক আছে। ‘মেন ইন ব্লু’-কে অভিনন্দন জানাই। ‘

আরও পড়ুন, মরুশহরে রুদ্ধশ্বাস জয় ভারতের ! টিম ইন্ডিয়াকে ‘অভিনন্দন’ মমতার ..

সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংহ, অনিল কুম্বলেরা রবিবার রাতে হয়তো স্বস্তিতে ঘুমোতে পারবেন। ২৫ বছর ধরে যে যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছে, মরুশহরে তার থেকে মুক্তি দিলেন রোহিত শর্মারা। ২০০০ সালে যে নিউজ়িল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি হারাতে হয়েছিল সৌরভের টিম ইন্ডিয়াকে, সেই প্রতিপক্ষকে হারিয়েই শাপমোচন হল। নিউজ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। রেকর্ড তৃতীয়বারের জন্য। ভেঙে দিল অস্ট্রেলিয়ার নজির। ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অজিরা। ভারত জিতল তিনবার।

রোহিত শর্মা – তাঁরও কি শাপমোচন হল না? অধিনায়ক হিসাবে বারবার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছেন। টি-২০ বিশ্বকাপ জিতেছেন। তবে যে টুর্নামেন্ট ঘিরে আসমুদ্রহিমাচল উদ্বেলিত হয়েছিল, সেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল ভারত। ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেও ফাইনালে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে।চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেট ঈশ্বর যেন হিটম্যানের সেই আক্ষেপও মিটিয়ে দিলেন। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল ভারত। ২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার ১২ বছর পর ফের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।

দুবাইয়ে রবিবার ভারতের দিন শুরু হয়েছিল টস হারা দিয়ে। টানা ১২ ওয়ান ডে ম্যাচে টস হারলেন রোহিত। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের পেসাররার ব্যর্থ। তবে ভেল্কি দেখালেন স্পিনাররা। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা – চার স্পিনার মিলে ৩৮ ওভারে খরচ করলেন মাত্র ১৪৪ রান। তুলে নিলেন ৫ উইকেট। টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজ়িল্যান্ড তুলেছিল ২৫১/৭। আধুনিক ক্রিকেটে ওয়ান ডে-তে যে রান জলভাত। যদিও দুবাইয়ে ছবিটা আলাদা। বল পড়ে থমকে ব্যাটে আসছে। স্পিনাররা ছড়ি ঘোরাচ্ছেন। এই উইকেটে শট খেলাই কঠিন। ক্রিকেট পণ্ডিতরা বুঝে গিয়েছিলেন, ২৫২ তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার লড়াই সহজ হবে না।

জয়ের পথ সুগম হয়নিও। রোহিত শর্মা-শুভমন গিল শুরু করেছিলেন রাজকীয় ভঙ্গিতে। গোটা টুর্নামেন্টে বড় রান পাননি রোহিত। ফাইনালেই জ্বলে উঠলেন। ৪১ বলে হাফসেঞ্চুরি হিটম্যানের। ১৮.৪ ওভারে শুভমন যখন আউট হন, ভারতের স্কোর ১০৫।কিন্তু পরের ৪৫ বলে মাত্র ১৭ রানে তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। কিউয়ি স্পিনাররা প্রত্যাঘাত করেন। আস্কিং রেট ৬ ছাড়িয়ে গিয়েছিল। রোহিতের আগ্রাসী হাফসেঞ্চুরিও যেন ফিকে হয়ে যেত।যদি না শেষ লগ্নে ব্যাট হাতে রুখে দাঁড়াতেন শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্যরা। শ্রেয়স করলেন ৪৮। অক্ষর আউট হন ২৯ রান করে। ১৮ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস হার্দিকের। আর রাহুল ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত রইলেন। ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল ভারত।

পাকিস্তান ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। যাদের কাছে ২০১৭ সালের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এবার পাকিস্তান আয়োজিত টুর্নামেন্টে উড়ল ভারতের তেরঙ্গা। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স রোহিতরা। ম্যাচের শেষে মাঠে স্টাম্প নিয়েই ডান্ডিয়া নাচলেন রোহিত-বিরাটরা। উৎসবে মেতে উঠলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। দিনের সেরা ছবি হয়ে রইল ভারতীয় ক্রিকেটারদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ভারতেও ক্রিকেটপ্রেমীরা ড্রাম, গাড়ির হর্ন বাজিয়ে সেলিব্রেট করলেন। রাতের আঁধার কেটে গেল আতসবাজির রোশনাইয়ে।

 

আরও দেখুন





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours