NOW READING:
ICC Men’s ODI Team Of The Year For 2024: বর্ষসেরা ODI দল বাছল ICC, ১১ জনে নাম নেই ভারত-অস্ট্রেলিয়ার একজনেরও! নেতৃত্বে কে?
January 24, 2025

ICC Men’s ODI Team Of The Year For 2024: বর্ষসেরা ODI দল বাছল ICC, ১১ জনে নাম নেই ভারত-অস্ট্রেলিয়ার একজনেরও! নেতৃত্বে কে?

ICC Men’s ODI Team Of The Year For 2024: বর্ষসেরা ODI দল বাছল ICC, ১১ জনে নাম নেই ভারত-অস্ট্রেলিয়ার একজনেরও! নেতৃত্বে কে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের সের ওডিআই স্কোয়াড বেছে নিল আইসিসি (ICC Men’s ODI Team Of The Year For 2024)। পঞ্চাশ ওভারের সেরা একাদশে জায়গা পেলেন না ভারত-অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটারও! 

২০২৩ বিশ্বকাপের রানার্স, গতবছর আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র তিনটি ওডিআই খেলেছিল এবং একটি ম্যাচও জিততে পারেননি রোহিত শর্মারা। দু’টিতে হেরেছিলেন এবং আরেকটি ম্যাচ টাই হয়েছিল। নীল জার্সিধারীরা সর্বশেষ ওডিআই জিতেছিল ২০২৩ কাপযুদ্ধের সেমিফাইনালে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউ জিল্যান্ডকে হারিয়েছিল।  

আরও পড়ুন: বারবার ভুগিয়েছে চোট, কবে কামব্যাক করছেন আশিক? জানিয়ে দিলেন বাগান তারকা নিজেই…

শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কাকে বর্ষসেরা দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে আইসিসি। গতবছর শ্রীলঙ্কা ২১টি ওডিআই ম্যাচের মধ্যে ১৩টি জিতেছিল এবং আফগানিস্তান, জিম্বাবোয়ে, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা চার সিরিজ জেতে দ্বীপরাষ্ট্রের দল। গতবছর ১৬টি ওডিআই-তে নেতৃত্ব দিয়ে আসালঙ্কা ৫০.০২ গড়ে ৬০৫ রান করেছেন। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং চারটি হাফ-সেঞ্চুরি রয়েছে।

এই দলে ওপেনার হিসেবে রয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার সাইম আয়ুব ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আয়ুব একাধিক সেঞ্চুরি করেছেন। গুরবাজ ১১টি ওডিআই ম্যাচে ৪৮.২৭ গড়ে ৫৩১ রান করেছেন। যার মধ্যে তিনটি সেঞ্চুরি এবং দু’টি অর্ধ-শতক রয়েছে।

গতবছরের সর্বাধিক দুই ওডিআই রানশিকারি হলেন- শ্রীলঙ্কার পাথুম নিসঙ্কা এবং কুশল মেন্ডিস রয়েছেন মিডল অর্ডারে। ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ডের বছরটি ছিল দুর্দান্ত, তিনি ৯টি ম্যাচে একটি সেঞ্চুরি এবং চারটি হাফ-সেঞ্চুরি মিলিয়ে ১০৬.২-এর গড়ে ৪২৫ রান করেছিলেন।

২০২৪ সাল জুড়ে আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ওডিআই সংস্করণে গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের ভূমিকা পালন করেছিলেন, ব্যাটে-বল মাতিয়ে দিয়েছিলেন। ধারাবাহিক ভাবে রান করার সঙ্গেই বল হাতে কামাল করেছেন।

আরও পড়ুন: ৬ ফুট ৮ ইঞ্চির পেসার, উচ্চতায় নাজেহাল ইন্টারভিউয়ার, দেখুন কী বুদ্ধিই না খাটালেন…

 দলে পেসার হিসেবে রয়েছেন পাকিস্তানের হ্যারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি। আফগানিস্তানের স্পিনার এএম ঘজনফর ইতিমধ্যেই তাঁর ছোট্ট কেরিয়ারে দু’টি ওডিআই-তে পাঁচটি করে উইকেট নিয়েছেন। তিনিও এই দলের অংশ। রয়েছেন শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। গত জানুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯ রানে তুলে নিয়েছিলেন ৭ উইকেট।
 
আইসিসি-র বর্ষসেরা ওডিআই স্কোয়াড: সাইম আয়ুব (পাকিস্তান), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক, শ্রীলঙ্কা), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক, শ্রীলঙ্কা), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হ্যারিস রউফ (পাকিস্তান) ও এএম ঘজনফর (আফগানিস্তান)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link