NOW READING:
Tsunami Survivor Wedding: আবার বছর ২০ পরে! সুনামিতে কুড়িয়ে পেয়েছিলেন যাঁকে বিয়ে দিলেন তাঁর, দুরন্ত IAS অফিসার…
February 5, 2025

Tsunami Survivor Wedding: আবার বছর ২০ পরে! সুনামিতে কুড়িয়ে পেয়েছিলেন যাঁকে বিয়ে দিলেন তাঁর, দুরন্ত IAS অফিসার…

Tsunami Survivor Wedding: আবার বছর ২০ পরে! সুনামিতে কুড়িয়ে পেয়েছিলেন যাঁকে বিয়ে দিলেন তাঁর, দুরন্ত IAS অফিসার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৪ সালে ভারত মহাসাগরে ভয়ংকর সুনামি থেকে এক শিশু কন্যাকে প্রাণে বাঁচিয়েছিলেন তামিলনাড়ুর আইএএস। বছর ২০ পর বিয়ে দিলেন সেই মেয়ের। কেচানকুপ্পামের ধ্বংসাবশেষের কাছে কান্নাকাটি শুনে তিনি মীনাকে উদ্ধার করেছিলেন। তামিলনাড়ুর জে রাধাকৃষ্ণণ তখন নাগাপট্টিনাম জেলার জেলাশাসক ছিলেন। ২০২৫-এ তাঁকে বিয়ে দিলেন তিনি। 

আরও পড়ুন,  Dog Bite Cases: ভারতের সারমেয় কাঁটা! প্রতি ঘণ্টায় ৬ বাচ্চা খাচ্ছে কামড়…

নাগাপট্টিনামে অন্নাই সাথ্যা সরকারী হোমে মীনাকে রাখেন তিনি। মীনা মিঃ রাধাকৃষ্ণণ এবং তাঁর স্ত্রী ক্রিথিকার কাছ থেকেই অভিভাবক সুলভ সমস্ত সহযোগিতা পেয়েছেন বরাবর। এমনকি তার স্থানান্তরিত হওয়ার পরেও, অফিসার মীনাকে নার্স হওয়ার পড়াশোনা সম্পর্কে গাইড করে চলেছে। তিনি নিশ্চিত যে মীনা কোনও না কোনওদিন মাইলফলক তৈরি করবে। 

বছর কয়েক পরে, যখন মীনা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, মিঃ রাধাকৃষ্ণণ শ্রী নেলুক্কাকাদাই মারিয়ামম্যান মন্দিরে বিয়ের দায়িত্ব পালন করতে নাগাপট্টিনাম পর্যন্ত যান। সেই হোমেই বাড়িতে মীনার সঙ্গে থাকেন ও সমস্ত অনুষ্ঠানে অংশ নেন। পরে জয়কৃষ্ণণ নিজেই ইনস্টাগ্রামে ফোটো পোস্ট করে লেখেন, মীনা ও মনিমরনের বিয়েতে থাকতে পেরে উচ্ছ্বসিত। ২০২২ সালে সৌম্যারও বিয়ে দিয়েছিলেন তিনি। গত বছর তাঁর সন্তান হয়েছে। তাকে ভেলেনকান্নি বিচ থেকে উদ্ধার করেন তিনি। 

আরও পড়ুন, Pay Commission: বাজেট পেশ তো হল, কবে থেকে কার্যকর হবে অষ্টম পে কমিশন, জানুন বিস্তারিত

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link