# Tags
#Blog

Virat Kohli: ‘নির্বোধের মতো কাজকর্ম বন্ধ করুক’! কিংকে কেন্নো বানালেন চ্যাপেল

Virat Kohli: ‘নির্বোধের মতো কাজকর্ম বন্ধ করুক’! কিংকে কেন্নো বানালেন চ্যাপেল
Listen to this article


 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজিভূমে চরম লজ্জা! ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! অস্ট্রেলিয়া ৩-২ বিজিটি ২০২৪-২৫ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। বাইশ গজ এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখবে ভারতকে ছাড়া। এই সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মার (Virat Kohli-Rohit Sharma) হতশ্রী ফর্ম নিয়ে এখনও চর্চা চলছে। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এও খবর যে, জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই হয়তো এই দুই মহারথী বুট জোড়া তুলে রাখতে পারেন। এমন আবহে প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল (Ian Chappell) সতর্ক করলেন কোহলিকে।

আরও পড়ুন: আর থাকা যাবে না স্ত্রী-বান্ধবীর সঙ্গে! কড়া ফতোয়া জারি ভারতীয় ক্রিকেট বোর্ডের…

চ্যাপেল এক স্পোর্টস ওয়েবসাইটের হয়ে তাঁর কলামে লিখেছেন, ‘ইংল্যান্ডে প্রচুর খেলেছে কোহলি এবং ভারতের ওর অভিজ্ঞতার প্রয়োজন। কিন্তু ব্যাট হাতে ওকে পারফরম্যান্সে উন্নতি করতে হবে এবং ধারাবাহিকভাবে রান করতে হবে। ও তরুণ খেলোয়াড়দের মূল্যবান পরামর্শ দিতে পারে। তাবলে তরুণ অস্ট্রেলীয় ওপেনার স্যাম কনস্টাসের কাঁধে ধাক্কা দেবে! নির্বোধের মতো কাজকর্ম বন্ধ করুকও। তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি অবসরের সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু ভারত বিরাট সমস্যায় পড়বে ইংল্যান্ড।’

কোহলি-রোহিতের আগামীর প্রসঙ্গে চ্যাপেলের মত, ‘ভারতের কাছে এখন দু’টি বড় প্রশ্ন হচ্ছে তাদের প্রথমসারির ব্যাটারদের নিয়ে। রোহিত এবং বিরাটের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। দ্রুতই ৩৮ বছরে পা দেবে রোহিত। কয়েক মাসের ভিতর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে! এই নিয়ে সন্দেহ আছে। যদিও ভারত এই দুই তারকার সঙ্গে সম্পর্ক ছেদ করতে একেবারেই ইচ্ছুক নয়। সম্প্রতি রোহিতকে টেকনিক্যালি লড়াই করতে হয়েছে। ওর অনুপস্থিতি অধিনায়কত্ব এবং ওপেনিংয়ের জায়গাটায় নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।’

অধিনায়ক হিসাবে রোহিতের বিকল্প হিসেবে আবার চ্যাপেল বুমরার সঙ্গেই আরও একজনকে রেখেছেন। প্রাক্তন অজি বলেছেন, ‘রোহিতের পরিবর্তে কেএল রাহুল ঠিকঠাক ওপেনিং বিকল্প। কিন্তু যখন জসপ্রীত বুমরা অনুপস্থিত থাকবে, তখন অধিনায়কত্ব আরও বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বুমরাহ অস্ট্রেলিয়ায় দেখিয়েছে যে, সে একজন অসাধারণ বোলার এবং একজন যোগ্য অধিনায়ক, তবে ভারতকে তার শক্তি প্রদর্শন করতে গেলে বুমরাকে উভয় বিভাগেই প্রয়োজন।’ গত রবিবার বোর্ডের রিভিউ বৈঠক থেকে একটা বিষয়ই যদিও উঠে এসেছে। জানা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনই কোহলি-রোহিতের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের পারফরম্যান্সের উপরই সব নির্ভর করছে।  

আরও পড়ুন:  ইডেনে ইংরেজ দ্বৈরথ, জানুন টিকিট বিক্রির দিনক্ষণ থেকে দাম, এক ক্লিকে সব উত্তর

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal