NOW READING:
Sheikh Hasin: ‘প্রতিশোধ নিতে দেশে ফিরবই’, ইউনূসকে ‘হুঁশিয়ারি’ হাসিনার!
February 18, 2025

Sheikh Hasin: ‘প্রতিশোধ নিতে দেশে ফিরবই’, ইউনূসকে ‘হুঁশিয়ারি’ হাসিনার!

Sheikh Hasin: ‘প্রতিশোধ নিতে দেশে ফিরবই’, ইউনূসকে ‘হুঁশিয়ারি’ হাসিনার!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বদলা নিতে আমি ফিরবই।’ আওয়ামি লিগের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এদিন কার্যত ঘুরিয়ে ইউনূস সরকারকে কটাক্ষ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিচার দেবেন শেখ হাসিনা। আর সেই বিচার দিতে বাংলাদেশেও ফিরবেন তিনি। , সোমবার রাতে বাংলাদেশের উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সে কথা বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী। 

আরও পড়ুন, India-Bangladesh | Teesta River: আমাদের হক তিস্তার পানি দিন! বাংলাদেশের নতুন ‘ব্লু প্রিন্টে’ চাপে ভারত?

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে জঙ্গিবাদের মদতদাতা বলেও তোপ দেগেছেন মুজিব-কন্যা। তিনি বলেন, ‘দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস দেশকে সন্ত্রাসবাদ ও আইনহীনতার আস্তানায় পরিণত করেছেন’। আওয়ামী লীগ নেত্রী নিহত পুলিস সদস্যদের স্ত্রীদের কথা দেন তিনি দেশে ফিরে প্রত্যেকের সমস্যার সমাধান করবেন। 

বাংলাদেশে সাম্প্রতিক ‘হিংসাত্মক আন্দোলনে’ নিহত পুলিশ বাহিনীর বিধবাদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এদিন শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্য়ে বলেন, ‘আমি জানি আপনারা সবাই খুব কষ্টে আছেন। বহু বাচ্চা, বহু পুলিস মারা গেছে। তাঁদের সকলের খোঁজ নেওয়া, যখন আমি দেশে ফিরতে পারব ইনশাল্লাহ… প্রত্যেকটা পরিবারের যা যা সাহায্য লাগে সব আমি দেব। হত্যাকারীদের বিচারও আমি করব। সেই জন্যই বোধ হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাই আমি মনে করি। অপরাধ-ষড়যন্ত্রে যারা জড়িত, যারা দেশকে জঙ্গিদের দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাঁদের বিচার দেশের মাটিতেই হবে।’

তাঁর বক্তব্য, ‘ওরা যতই দায়মুক্তি দিক, এই হত্যার দায়মুক্তি হয় না। হত্যার বিচার হয়। আমার বাবা-মা, তিন ভাইকে যখন হত্যা করেছিল, তখনও দায়মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আমি তাদের বিচার করেছি। এই পুলিস হত্যার বিচারও আমি করব একদিন।’ শেখ হাসিনা বর্তমান সরকারের অর্থনীতি ও নিরাপত্তা পরিচালনার সমালোচনা করেন।

আরও পড়ুন, Bangladesh: বিএনপি, জামাত কি একঘরে! হাসিনা ও ভারতবিরোধী ছাত্রদের নতুন পার্টির স্লোগান, ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link