NOW READING:
Donald Trump Runs World: ‘শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বই আমি চালাই’! এ কি দাম্ভিক ট্রাম্পের নতুন পাগলামি, না কি ভিতরে গভীর রহস্য?
April 29, 2025

Donald Trump Runs World: ‘শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বই আমি চালাই’! এ কি দাম্ভিক ট্রাম্পের নতুন পাগলামি, না কি ভিতরে গভীর রহস্য?

Donald Trump Runs World: ‘শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বই আমি চালাই’! এ কি দাম্ভিক ট্রাম্পের নতুন পাগলামি, না কি ভিতরে গভীর রহস্য?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টশিপের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পূর্ণ হল। ট্রাম্প জানিয়েছেন, এই সময়টুকু তিনি দারুণ উপভোগ করছেন। সম্প্রতি তাঁর ১০০ দিন পূর্তির মাহেন্দ্রক্ষণে  বিখ্যাত ‘আটলান্টিক’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘প্রথমবার, আমাকে দু’টি কাজ করতে হয়েছিল– দেশ পরিচালনা করা ও টিকে থাকা; আমার চারপাশে তখন অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ ছিল।’ তার পরেই ট্রাম্প গর্বের সঙ্গে যোগ করেন, ‘কিন্তু দ্বিতীয় মেয়াদে আমি দেশ চালাচ্ছি, পৃথিবীও চালাচ্ছি। অনেক মজা পাচ্ছি।’

আরও পড়ুন: Purulia Shocker: মর্মান্তিক! বাঁধের জলে নেমে গেলেন কিন্তু আর উঠলেন না! বাবার শ্রাদ্ধের দিনেই ছেলের মৃত্যু?

আরও পড়ুন: Rare Yog After 100 Years on Akshaya Tritiya: ১০০ বছর পরে অতি বিরল শুভযোগ এই অক্ষয় তৃতীয়ায়! সুদিনের সাইক্লোনে সংসারে সৌভাগ্যের ঝড়, টাকার বৃষ্টি…

গতকাল সোমবার তাঁর পূর্বসূরি জো বাইডেনের অর্থনৈতিক নীতির কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, তিনি আমেরিকার সুদিন ফিরিয়ে আনবেন। ঘুমকাতুরে (স্লিপি) জো বাইডেনের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র একদিনের আন্তর্জাতিক বাণিজ্যে কয়েক বিলিয়ন ডলার হারিয়েছিল। আমি সেই স্রোতের গতি পরিবর্তন করেছি এবং খুব শিগগির আমরা অনেক বিত্তশালী হতে পারব।

প্রসঙ্গত, নিজের জনপ্রিয়তা ও ক্ষমতার চিহ্ন দেখাতে হোয়াইট হাউস থেকে প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি সরিয়ে দিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়,কানে গুলি খেয়েও বেঁচে যাওয়ার অয়েল পেইন্টিং সেখানে ঝুলিয়েছেন তিনি।

অবশ্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিনের শেষেও জনমতের নিরিখে দেখা গিয়েছে, অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরই ভরসা রাখছেন। আর দেশের জনগোষ্ঠীর এই সমর্থনের বিষয়টিই ট্রাম্পের আত্মবিশ্বাস নতুন করে অনেকটা বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় মেয়াদের এই সাফল্য উদযাপনের জন্য মিশিগান সফরে গিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, সোমবার প্রশাসনের অভিবাসননীতি নিয়ে ব্রিফিং দেওয়ার পরে এবার অর্থনীতির ব্রিফিং দেওয়া হবে। অন্য দিকে, ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতাড়ন কার্যক্রমের প্রধান কুশীলব টম হোমান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে দক্ষ কেউ নেই। তাঁর সমকক্ষ কেউ তো নেই-ই। তাঁর ধারেকাছে আসার মতোও কেউ নেই।

ট্রাম্পের গলাতেও কি এই আত্মবিশ্বাসেরই ছোঁয়া? তাঁর আচরণেই কি এর প্রমাণ মিলছে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link