# Tags
#Blog

I-PAC | Mamata Banerjee: ছাব্বিশের আগে নয়া সমীকরণ? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক I-PAC কর্তার!

I-PAC | Mamata Banerjee: ছাব্বিশের আগে নয়া সমীকরণ? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক I-PAC কর্তার!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নজরে ছাব্বিশে, ভরসা সেই আইপ্যাকেই? নবান্নে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ভোটকৌশলী সংস্থা কর্তা প্রতীক জৈন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হল, তা স্পষ্ট নয় এখনও। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  CPM: দলের অন্দরের খবর বাইরে! রাজ্য সম্মেলনের আগে বড় সিদ্ধান্ত সিপিএমের…

ঘটনাটি ঠিক কী? একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, দলের ভোট কৌশল তৈরিতে বড় ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকে। সম্প্রতি আবার নাম না করে সেই অ্য়াইপ্য়াককেই নিশানা করেছিলেন খোদ দলনেত্রী মমতাই! সূত্রের খবর, তিনি বলেছিলেন, ‘প্যাক-ফ্যাক মানি না’। এরপর নাম করেই আইপ্যাককে নিশানা করেন মদন মিত্র, হুমায়ুন কবীর।

মদন মিত্রের দাবি, ‘তৃণমূল দলে যদি কেউ দুর্নীতি শুরু করে থাকে, সেটা এই হাসপ্যাক, ব্যাকপ্যাকের মধ্যে থেকে, বিভিন্ন এজেন্সির মধ্য থেকে হয়েছে। তারাই এই পদটা খুলে দিয়েছে। এক একটা জায়গায় আটটা-দশটা নাম ভাসিয়ে দিয়ে, তোমায় দেব, তোমায় দেব, তুমি টাকা দাও’! হুমায়ুন কবীর বলেন, ‘আইপ্যাকের ১০ শতাংশ লোক ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করছে’। সঙ্গে অভিযোগ, ‘২০২৩-র পঞ্চায়েত নির্বাচনে ৯০ শতাংশ পঞ্চায়েতের আসন, জেলা পরিষদ আসন টাকার  বিনিময়ে বিক্রি হয়েছে’।

তাহলে কি আইপ্যাকের সঙ্গে তৃণমূল সম্পর্ক তলানিতে পৌঁছে গেল? ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যখন এই জল্পনা যখন দানা বাঁধছিল, ঠিক তখন নবান্নে মমতার  সঙ্গে আইপ্য়াক কর্তা বৈঠক অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার নয়া জল্পনা, আইপ্যাককে সঙ্গে নিয়ে ভবিষ্যত্‍ পরিকল্পনা? মমতার নিয়ন্ত্রণেই কি আইপ্যাক?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal