
Hyundai ভারতে তাদের Creta ইলেকট্রিক প্রকাশ্য়ে এনেছে। চলতি মাসের 17 তারিখে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে লঞ্চ হবে এই গাড়ি। ক্রেটা ইলেকট্রিক দুটি ব্যাটারি প্যাকের সঙ্গে পাওয়া যাবে। এই গাড়ি নিয়ে দারুণ উৎসাহ রয়েছে ক্রেতাদের মধ্যে।

এন্ট্রি লেভেল 42 kWh ব্যাটারি প্যাকের রেঞ্জ 390 কিমি এবং 51.4 kWh ব্যাটারি প্যাকের রেঞ্জ 473 কিমি। টপ-এন্ড সংস্করণে গাড়িতে 171 bhp পাওয়ার থাকবে। হুন্ডাইয়ের এই ইভি 0-100 কিমি/ঘণ্টা যেতে 7.9 সেকেন্ড নেবে। অন্তত কোম্পানি সেই দাবি করছে।

ক্রেটা ইলেকট্রিককে সাধারণ ক্রেটা থেকে আলাদা। নতুন এরো ডায়নামিক অ্যালয় হুইল ও একটি টুইকড ফ্রন্ট-এন্ডের মাধ্যমে ডিজাইন বদলে দেওয়া হয়েছে এই ক্রেটার। যার মধ্যে সক্রিয় অ্যারো ফ্ল্যাপও রয়েছে। গাড়ির সামনে চার্জিং পোর্ট থাকার সময় পিক্সেলেটেড ডিজাইন পাবেন ক্রেতা। ক্রেটা ইলেকট্রিকটিতে 22 লিটারের ফ্রঙ্ক বা গাড়ির সামনে একটি স্টোরেজ স্পেস রয়েছে।

ইতিমধ্যে ভিতরের অংশে একটি মোর্স কোড ডিজাইন সহ একটি নতুন স্টিয়ারিং হুইল দিয়েছে কোম্পানি। এটি একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ ডুয়াল 10.25 ইঞ্চি স্ক্রিনগুলিকে একসঙ্গে ধরে রেখেছে৷

গাড়িতে ওয়্যার কলাম টাইপ শিফটারের মতো একটি নতুন শিফটার দিয়েছে হুন্ডাই। এতে পাবেন সিঙ্গল প্যাডেল ও প্যাডেল ড্রাইভিং। যেখানে আপনি এক্সিলারেটর থেকে পা সরিয়ে সম্পূর্ণ স্টপ করতে পারবেন।

কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে V2L যেখানে আপনি ডুয়াল 8 ওয়ে চালিত সিট, একটি ডিজিটাল কি, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ADAS লেভেল 2 লিঙ্কড রিজেনারেটিভ ব্রেকিং, প্যানোরামিক সানরুফ, কানেক্টেড কার টেকনোলজি, চালিত প্যাসেঞ্জার সিট ওয়াক ইন ডিভাইসের মতো অন্যান্য ফিচার সহ এক্সটার্নাল ডিভাইস চার্জ করতে পারবেন।

গাড়ির আসনগুলিতে কৃত্রিম চামড়া ব্য়বহার করেছে কোম্পানি। কেবিনের ইন্টেরিয়রে রিসাইকেল সামগ্রী থেকে তৈরি উপাদান ব্যবহার করা হয়েছে। কেবিনে পাবেন একটি ডার্ক নেভি রঙের ডুয়াল টোন গ্রানাইট গ্রে থিম। এছাড়াও নীল অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে এখানে। এমনকি সেন্টার কনসোলে একটি ফ্লোটিং টাইপ ডিজাইন পাবেন গাড়িতে।

একটি ফাস্ট ডিসি চার্জার 80 মিনিটের মধ্যে ব্যাটারি চার্জ করবে। 11 কিলোওয়াট ওয়াল বক্স চার্জার 4 ঘণটার মধ্যে সম্পূর্ণ চার্জ করবে গাড়ি। ক্রেটা ইলেকট্রিকটিতে আটটি মনোটোন এবং দুটি ডুয়ালটোনের অপশন থাকবে। যেখানে তিনটি ভেরিয়েন্ট রয়েছে- এক্সিকিউটিভ, স্মার্ট, প্রিমিয়াম, এক্সেলেন্স।
Published at : 12 Jan 2025 07:26 PM (IST)
আরও জানুন অটো
আরও দেখুন