NOW READING:
Councillor Death: কাউন্সিলর স্ত্রী মজেছেন পরপুরুষে! সন্দেহের বশে প্রকাশ্যেই কু*পি*য়ে দিল রাগি বর…
July 4, 2025

Councillor Death: কাউন্সিলর স্ত্রী মজেছেন পরপুরুষে! সন্দেহের বশে প্রকাশ্যেই কু*পি*য়ে দিল রাগি বর…

Councillor Death: কাউন্সিলর স্ত্রী মজেছেন পরপুরুষে! সন্দেহের বশে প্রকাশ্যেই কু*পি*য়ে দিল রাগি বর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলা কাউন্সিলরের ভয়ংকর পরিণতি। নিজের স্বামীর হাতেই নৃশংস খুন হতে হয় তাঁকে। পরকীয়ার সন্দেহে কাউন্সিলর স্ত্রীকে খুন করে স্বামী বলে অভিযোগ। ঘটনাটি ঘটে, তামিলনাড়ুতে। সেখানের আভাদি জেলায় বিদুথলাই চিরুথাইগল কাচ্চির এক মহিলাকে কাউন্সিলরকে তার স্বামী নৃশংসভাবে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

নিহত মহিলা গোমতি ঘটনার দিন থিরুনিন্রাভুর এলাকার জয়রাম নগরের কাছে এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক তখনই তার স্বামী স্টিফেন রাজ কোনও সূত্রে খবর পেয়ে সেখানে এসে হাজির হন। তারপরই দম্পতির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে আরও বাড়তে থাকে।

আরও পড়ুন:Man Kills Pregnant Wife: খাবারে নুন বেশিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধ*ড়ক মা*র! ছাদ থেকে ফেলে মে*রে*ই ফেলল বর্বর স্বামী…

আচমকাই স্টিফেন রাজ হিংস্র হয়ে একটি ছুরি বের করে। এবং গোমতিকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। ঘটনাস্থলেই গোমতির মৃত্যু হয়। ঘটনার পর স্টিফেন রাজ থিরুনিন্রাভুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং স্ত্রী গোমতিকে খুনের কথা স্বীকার করেন। পুলিস তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত চালাচ্ছে।

গোমতির মৃত্যু রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক মৃত্যুর ঘটনার মধ্যে আরেকটি। কিছুদিন আগে, ২৭ বছর বয়সী এক মন্দির প্রহরী অজিত কুমার পুলিস হেফাজতে মারা যান। এই ঘটনা গোটা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি করে এবং জাতীয় স্তরেও ঘটনার জল গড়ায়। ময়নাতদন্তে দেখা গিয়েছে, তার শরীরে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের চিহ্ন রয়েছে, যা পুলিসি হেফাজতে নির্যাতনের সঙ্গে মিলে যায়।

আরও পড়ুন:Dilip Ghosh: ‘আমি ডাকলে যাই, না ডাকলে যাই না…!’, বড় কোনও ইঙ্গিত দিলীপের?

আরও একটি ঘটনা ঘটে ৩০ জুন, চেন্নাইয়ের পন্নেরিতে। মাত্র তিন দিন আগে বিয়ে হওয়া ২২ বছর বয়সী এক তরুণী, লোকেশ্বরী, আত্মহত্যা করেন বলে অভিযোগ। ২৭ জুন তার বিয়ে হয়েছিল। ৩০ জুন, স্বামীর সঙ্গে বাবার বাড়ি থেকে ফেরার পর, পণ নিয়ে নতুন করে ঝগড়া হয়। সেই ঝগড়ার পরই তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link