NOW READING:
Delhi: ২ পুরুষের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ স্বামী! দেখে ফেলাতেই খুন স্ত্রী! পচাগলা দেহ মেলে খাটের বাক্সে…
March 31, 2025

Delhi: ২ পুরুষের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ স্বামী! দেখে ফেলাতেই খুন স্ত্রী! পচাগলা দেহ মেলে খাটের বাক্সে…

Delhi: ২ পুরুষের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ স্বামী! দেখে ফেলাতেই খুন স্ত্রী! পচাগলা দেহ মেলে খাটের বাক্সে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামীকে অপর ২ পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্ত্রী! সেকারণেই স্ত্রীকে খুন করে খাটের বাক্সে লুকিয়ে ফেলে স্বামী! খাটের বাক্সের ভিতর থেকে উদ্ধার হয় স্ত্রীর দেহ। হাড়হিম করা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির একটি ফ্ল্যাটে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

পুলিস ফ্ল্যাট মালিক বিবেকানন্দ মিশ্রকে গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে স্বামী আশিসকে। একইসঙ্গে অভয় কুমার নামে এক ড্রাইভারকেও গ্রেফতার করেছে পুলিস। তদন্তে উঠে এসেছে, এদের ৩ জনকেই আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন নিহত মহিলা। আর সেই কারণেই তাঁকে খুন করে অভিযুক্তরা। ধৃতরা নিজেদের অপরাধ কবুল করেছে বলেও খবর। 

ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ আসার খবর পেয়েই ফ্ল্যাটে পৌঁছয় পুলিস। আর তারপরই ফ্ল্যাটের ভিতর খাটের বাক্স থেকে মেলে কম্বলে মোড়া এক মহিলার পচাগলা দেহ। মৃতার নাম অঞ্জলি। বয়স ৩৫ বছর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তে জানা গিয়েছে, ২১ মার্চ অঞ্জলিকে লুধিয়ানায় তাঁর বাপের বাড়ি থেকে দিল্লির ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে এসে খুন করে স্বামী আশিষ।

এরপর তাঁদের পরিকল্পনা ছিল পালিয়ে যাওয়ার। কিন্তু ড্রাইভার অভয় গ্রেফতার হতেই সেই পরিকল্পনা ভেস্তে যায়। মেরঠ কাণ্ডের পর এই ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন, Man talked with deadbody: স্ত্রীকে মেরে দেহের সঙ্গে সারারাত গল্প! খুনের নেপথ্যে জটিল মনস্তত্বের হাড়হিম বাস্তব…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link