<p>TMC News: ‘শো কজে আমি ভয় পাই না’। ‘আমি তার উত্তরও দিয়েছি’। ‘আমি কোনও অন্যায় করিনি’। ‘বিধানসভার ভিতরে কিছু বলিনি’। ‘আমি আমার সিদ্ধান্তে অনড়’। ‘আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন’। ‘মুর্শিদাবাদে ওঁর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না’। ‘অধীর চৌধুরীকে আমি আড়াই ঘণ্টা আটকে রেখেছিলাম’। ‘তখন উনি রেলের প্রতিমন্ত্রী’। ‘মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি’। ‘এক্ষেত্রে আমি দেখব কী করে ঢোকে’ । ঠুসো মন্তব্য প্রসঙ্গে হুঙ্কার হুমায়ুন কবীরের।</p>
<p><strong>ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়</strong></p>
<div id="67d856b2c1bee04dff181dc2" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>আগেই জানান দিয়েছিল আবহাওয়া দফতর। ফের পূর্বাভাসা মিলিয়েই সপ্তাহের শুরুতেই ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যার পরেই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। কোথাও আবার শিলাবৃষ্টি। গতকালের ধারাই বজায় থাকলও আজও। বলা ভাল গতকালের থেকেও আজ বড় আকারের শিল পড়েছে বাংলার মাটিতে ! তবে সেভাবে শিলাবৃষ্টি বা ঝড় না হলেও, দু এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতাতেও।</p>
</div>
</div>
<div id="67d846ff8cd51608fe244142" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time"> </div>
</div>
</div>
Source link
‘নাম্বার ওয়ানে আমার জাতিগত প্রায়োরিটি’, শো-কজের পরেও অনড় হুমায়ুন
