NOW READING:
Money Recovery | High Court Justice:হাইকোর্টের বিচারপতির বাড়িতে কোটি-কোটি টাকা! তবে কি…
March 21, 2025

Money Recovery | High Court Justice:হাইকোর্টের বিচারপতির বাড়িতে কোটি-কোটি টাকা! তবে কি…

Money Recovery | High Court Justice:হাইকোর্টের বিচারপতির বাড়িতে কোটি-কোটি টাকা! তবে কি…
Listen to this article


রাজীব চক্রবর্তী:বিচারপতির বাড়িতে প্রচুর নগদ অর্থ উদ্ধার, তোলপাড় দিল্লি।

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত সপ্তাহে হোলির ছুটিতে দিল্লিতে তার সরকারি বাংলোয় আগুন নেভানোর সময় দমকল কর্মীরা এই বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছেন। বাসভবনে আগুন লাগার সময় বিচারকের পরিবারের কেউ দিল্লিতে ছিলেন না। বিচারপতি ভার্মা এখনও নগদ অর্থ উদ্ধারের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে,পিটিআইকে তিনি ‘ছুটিতে’ গেছেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

খবর পেয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দ্রুত কলেজিয়ামের বৈঠক ডাকেন। প্রধান বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রধান বিচারপতির বাড়িতে এই নগদ অর্থ উদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে, পাঁচ সদস্যের কলেজিয়াম বিচারপতি ভার্মার বদলির বিষয়ে সর্বসম্মতভাবে একমত পোষণ করেছেন। তবে, নানা মহলে এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: ‘আমি চকোলেট কিনতে নিয়ে গিয়েছিলাম!’ চারের শিশুকে পুঁতে বারোর কিশোরীর স্বীকারোক্তি…

বিচারপতিদের কেউ কেউ মনে করেন যে বিচার বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। না হলে জনগণের কাছে আদালত সম্পর্কে খারাপ ধারণা হবে।

অতএব, বিচারপতি ভার্মাকে পদত্যাগ করতে বলা হচ্ছে বলেও আলোচনা চলছে। কলেজিয়ামের কেউ কেউ মনে করেন যে, যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। দু’টি হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে পুরো বিষয়টি খতিয়ে দেখাই নিয়ম।

আরও পড়ুন: CCTV নেই, সিকিয়োরিটি গার্ড নেই! এই বিশাল দোকানের পাহারায় বসে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ…

সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রকাশের দাবি জানিয়েছেন। আইনজীবীদের একাংশের মতে, এত গুরুতর অভিযোগে বদলি যথেষ্ট নয়, বরং তদন্ত হওয়া উচিত। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়, সিনিয়র অ্যাডভোকেট অরুণ ভরদ্বাজ আদালতে স্বীকার করেছেন যে, এই ঘটনায় সবাই ‘কাঁপিয়ে’ দিয়েছে।’

‘বিচার বিভাগের মধ্যে দুর্নীতির বিষয়টি খুবই গুরুতর… এই অপরাধ নতুন নয়। বছরের পর বছর ধরে চলে আসছে,” একটি ভিডিও বিবৃতিতে সিনিয়র আইনজীবি কপিল সিব্বল বলেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link