<p>ABP Ananda Live: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিকে, আজই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI. অশান্তি এড়াতে রাস্তায় প্রচুর পুলিশ রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগোয়া যাদবপুর বিদ্যাপীঠ।সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু। উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে ১৮ মার্চ। গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। গতবারের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। এ বছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম থাকছে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। প্রত্যেক ভেন্যুতে অন্তত ২টি করে CC ক্যামেরা থাকবে। এবার প্রশ্নের প্যাকেট খোলা হবে হলে পরীক্ষার্থীদের সামনে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সমেত ধরা পড়লে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।</p>
Source link
আজ থেকে শুরু উচ্চ-মাধ্যমিক, কমল পরীক্ষার্থীর সংখ্যা
