<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:</strong> উচ্চমাধ্যমিকে গতবারের তুলনায় কমল পরীক্ষার্থীর সংখ্যা। সংসদ সূত্রে খবর, এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন। ৩ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। ভেন্যুতে থাকবে অন্তত দুটি সিসি ক্যামেরা। </p>
<p>২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সিমেস্টার পদ্ধতি। সেক্ষেত্রে বছরে দুবার হবে পরীক্ষা। আর পুরনো নিয়মে শেষবারের উচ্চমাধ্যমিকে, পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গেল। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন। <br />রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ<a title="মাধ্যমিক পরীক্ষা" href="https://bengali.abplive.com/topic/wbbse-madhyamik" data-type="interlinkingkeywords">মাধ্যমিক পরীক্ষা</a>। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। সংসদ সূত্রে খবর, এবছরও উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। সাম্প্রতিক ইতিহাসে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমার নজির নেই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য বলছে ২০২৩ সালে মাধ্যমিকে পাস করেছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া। সেই কারণেই এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "অন্য লাইনে চলে যাচ্ছে, ড্রপ আউট.. পলিটেকনিকে যাচ্ছে। ২৩-এর মাধ্যমিকে কম পাশ করেছে।” <br /><br />পরীক্ষার্থীর সংখ্যা কমলেও, পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য একাধিক পদক্ষেপ করেছে উচ্চ<a title="মাধ্যমিক" href="https://bengali.abplive.com/topic/wb-madhyamik" data-type="interlinkingkeywords">মাধ্যমিক</a> শিক্ষা সংসদ। এবছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম থাকছে। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। প্রত্যেক ভেন্যুতে অন্তত দুটি করে সিসি ক্যামেরা থাকবে। এবার আর প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না। প্রশ্নের প্যাকেট খোলা হবে হলে পরীক্ষার্থীদের সামনে। প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে। এছাড়াও সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে এবছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। <br /><br /><strong>আরও পড়ুন: <a title="Kumortuli Incident Update: ‘ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ’ ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক" href="https://bengali.abplive.com/district/kumortuli-incident-update-madhyamgram-van-driver-comment-on-this-case-1122276" target="_self">Kumortuli Incident Update: ‘ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ’ ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক</a></strong><br /><br /></p>
Source link
কমল পরীক্ষার্থীর সংখ্যা, উচ্চমাধ্যমিকের আগে একগুচ্ছ নির্দেশিকা সংসদের

+ There are no comments
Add yours