<p><strong>সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:</strong> প্রথম রোজায় কলকাতায় মামার বাড়ি গিয়েছিল রিষড়ার মহঃ নাসিম।আজ তার উচ্চ<a title="মাধ্যমিক পরীক্ষা" href="https://bengali.abplive.com/topic/wbbse-madhyamik" data-type="interlinkingkeywords">মাধ্যমিক পরীক্ষা</a>।ট্রেনে আসার সময় ব্যাগ হারিয়ে ফেলে।পরীক্ষাকেন্দ্রে এসে অ্যাডমিট না থাকায় ঢুকতে পারছিল না।এক পুলিশ অফিসারের সাহায্যে পরীক্ষা দিতে পারল সে। </p>
<p>রিষড়া বিদ্যাপীঠ স্কুলে মোট ২৮৩ জন উচ্চ<a title="মাধ্যমিক" href="https://bengali.abplive.com/topic/wb-madhyamik" data-type="interlinkingkeywords">মাধ্যমিক</a> পরীক্ষা দিচ্ছে। আঞ্জুমান হাই স্কুলের ছাত্র মহঃ নাসিম পরীক্ষা দিতে আসে।তাঁর অ্যাডমিট নেই, বিষয়টা নজরে আসে শ্রীরামপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসারের। ছাত্রের সঙ্গে কথা বলে তাঁকে শ্রীরামপুর থানার গাড়ি করেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যাডমিট হারানোর নির্দিষ্ট অভিযোগ করে।মোবাইলে অ্যাডমিট কার্ডের ছবি তোলা ছিল ছাত্রের।সেই ছবি প্রিন্ট করে আবারও থানার গাড়ি করেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় শ্রীরামপুর থানার কর্মরত সাব ইন্সপেক্টর জিতেন্দ্রনাথ প্রামাণিক। </p>
<p>পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় দেখে পেনও নেই সেই পরীক্ষার্থীর। তার হাতে নিজের পকেট থেকে পেন বার করে তুলে দেন শ্রীরামপুর থানার অফিসার জিতেন্দ্রনাথ প্রামাণিক। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই বিষয়টিও যেমন দেখেন, পাশাপাশি আসল অ্যাডমিট কার্ডের পরিবর্তে প্রিন্টআউট করা নকল অ্যাডমিট কার্ডে পরীক্ষা দিতে যাতে কোনওরকম সমস্যার মুখে পড়তে না হয় ওই পরীক্ষার্থীকে, সেই দিকও নিশ্চিত করেন তিনি। শেষ মুহুর্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুলিশের সাহায্য পরীক্ষা দিতে পেরে খুশি ওই পরীক্ষার্থী।</p>
<p>আরও পড়ুন,<a title=" ‘ভোটে জেতালেই লাখ টাকা..’ ! ঘোষণা ক্যানিং পশ্চিমের TMC বিধায়কের.." href="https://bengali.abplive.com/district/south-24-parganas-news-canning-tmc-mla-controversial-speech-he-announces-that-one-lakh-distributes-to-the-winner-1123109" target="_self"> ‘ভোটে জেতালেই লাখ টাকা..’ ! ঘোষণা ক্যানিং পশ্চিমের TMC বিধায়কের..</a></p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=RLB9aPwuEDs[/yt]</p>
<p> </p>
Source link
মামাবাড়ি ঘুরতে গিয়ে ট্রেনে হারাল অ্যাডমিট কার্ড, পুলিশের সাহায্যে উচ্চ মাধ্যমিকে বসলেন ছাত্র

+ There are no comments
Add yours