# Tags
#Blog

আবাস তালিকায় নাম বাদ ! সন্দেহবশে দাদাকেই কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে !

আবাস তালিকায় নাম বাদ ! সন্দেহবশে দাদাকেই কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে !
Listen to this article



<p><strong>সুনীত হালদার, উলুবেড়িয়া :</strong> সাম্প্রতিক সময়ে আবাস যোজনা নিয়ে কম অভিযোগ ওঠেনি রাজ্যজুড়ে। এবার এর তালিকাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। আবাস যোজনার তালিকায় নিজের নাম বাদ গেছে। আর এর পেছনে প্রাক্তন পঞ্চায়েত সদস্যার রাণুবালা পণ্ডিতের স্বামী সমীরণ পণ্ডিতের হাত আছে। এই সন্দেহে সমীরনকে (৫৪) কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উলুবেড়িয়া থানার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক।</p>
<p>স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় বিকাশ পণ্ডিতের নাম ছিল না। যা নিয়ে বিকাশের সন্দেহ ছিল, তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার পেছনে সমীরণের হাত আছে।&nbsp;</p>
<p>মৃত সমীরণ পণ্ডিতের পরিবার সূত্রে খবর, শুক্রবার বাগাণ্ডায় সমীরণ পণ্ডিতের তিন বছরের নাতির জন্মদিন ছিল। বিকেলে জন্মদিন বাড়ি থেকে ফিরে জরির কাজ আনতে গিয়েছিলেন সমীরণ বাবু। অভিযোগ, ফেরার পথে বাড়ি থেকে ৫০ মিটার দূরে বিকাশ ও তার সঙ্গীরা সমীরণ বাবুকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সমীরণ বাবুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা পালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় সমীরন বাবুকে প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।</p>
<p>দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal