বদলে যাচ্ছে খোলনলচে, যাত্রীদের জন্য বড় পরিবর্তন হাওড়া স্টেশনে
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: যাত্রীদের সুবিধার্থে ফের বদলাচ্ছে হাওড়া স্টেশন (Howrah Station)। দেশের মধ্যে অন্যতম পুরনো এবং বড় স্টেশনে হাজার হাজার মানুষের নিত্য যাতায়াত। ট্রেন চলাচলের জন্য বদল আনা হচ্ছে স্টেশন চত্বরে। আগামী বছরের মধ্যেই যার সুবিধা নিতে পারবেন যাত্রীরা।
ফের বদলাচ্ছে হাওড়া স্টেশন: পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওয়াসকার জানিয়েছেন, অদূর ভবিষ্য়তে স্টেশন সহ ওই চত্বরে বড়সড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। যার প্রথম ধাপ হিসেবে সাতটি প্ল্যাটফর্মকে বড় করা হচ্ছে। এই সাতটি প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে এক, আট এবং ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম। এই পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে চাঁদমারি ব্রিজ। মিলিন্দ কে দেওয়াসকার বলেন, ” চাঁদমারি এবং বেনারস ব্রিজের কাজে অগ্রগতি আনা হয়েছে গত এক বছরে। এখন যে সেতুটি রয়েছে সেটা ভেঙে ফেলব। যেসব স্তম্ভ বাধা দিচ্ছে সেগুলি পুনর্নির্মাণ করা হবে।” তিনি আরও উল্লেখ করেছেন, “হাওড়ার স্টেশন পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। এছাড়াও একটি নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং বিল্ডিং তৈরি করা হবে। যার জন্য ইতিমধ্যেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে। দ্রুত কাজও শুরু করা হবে।”
এদিকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন হাওড়া-ব্য়ান্ডেল লাইনে আপ-ডাউন মিলিয়ে ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-শেওয়াফুলি লাইনে আপ-ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ২২টি ট্রেন। হাওড়া-শ্রীরামপুর লাইন এবং হাওড়া-বেলুরমঠ লাইনে বাতিল লোকালের সংখ্য়া ৪ করে।
বাতিল কোন কোন লোকাল ট্রেন?
- ব্যান্ডেল থেকে হাওড়া: 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37278, 37288
- শেওড়াফুলি থেকে হাওড়া: 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064,
- বেলুড় মঠ থেকে হাওড়া: 37112, 37118
- শ্রীরামপুর থেকে হাওড়া: 37012, 37014
- হাওড়া থেকে ব্যান্ডেল: 37215, 37231, 37237, 37243, 37249, 37253, 37255, 37257, 37263, 37267, 37201, 37271, 37275, 37277, 37285
- হাওড়া থেকে শেওড়াফুলি: 37401, 37043, 37045, 37047, 37049, 37051, 37055, 37057, 37059, 37061, 37063
- হাওড়া থেকে বেলুড় মঠ: 37111, 37117
- হাওড়া থেকে শ্রীরামপুর: 37011, 37013
একইসঙ্গে পূর্ব রেল জানায়, ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিছু মেল ও এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছবে গন্তব্য়ে। সেই তালিকায় রয়েছে,দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, দ্বারভাঙা-হাওড়া উইকলি এক্সপ্রেস, মোকামা-হাওড়া এক্সপ্রেস, মুজফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস।
আরও পড়ুন: Baghajatin Building Collapse: ‘আমার যেটা গেছে সেটা ফিরিয়ে দিক’ বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে মন্তব্য বাসিন্দাদের
আরও দেখুন