হাওড়া: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। ঘটনাস্থলের কাছ থেকে দেশি পিস্তল উদ্ধার করল শিবপুর থানা। কে নিয়ে এসেছিল দেশি পিস্তল, চণ্ডীতলা থানার আইসি নিয়ে এসেছিলেন ? দুর্ঘটনাজনিত কারণে বান্ধবীর সঙ্গে বচসার পর হাতে গুলি, জানিয়েছেন চন্ডীতলা থানার আইসি, পুলিশ সূত্রে খবর।
নিজেই গুলি চালিয়েছিলেন, ঘটনার পর পুলিশের কাছে দাবি আইসি-র। বাইরে থেকে গুলি চলেনি, জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। তাহলে গুলি কে চালাল ? কে নিয়ে এসেছিল দেশি পিস্তল ? আইসি যদি নিজেকে গুলি করেন, তাহলে আইসি-ই কি বেআইনি অস্ত্র নিয়ে এসেছিলেন? উঠছে প্রশ্ন। নাকি অন্য কারও চালানো গুলিতে আহত হলেন আইসি ? অন্য কেউ গুলি চালিয়ে থাকলে, সেটা পুলিশ সামনে আনছে না কেন ? তাহলে কি কিছু লুকনোর চেষ্টা হচ্ছে ? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন, তৃণমূলে ফের মিলল “কালারফুল” নেতার সন্ধান !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন