<p>ABP Ananda LIVE: হাওড়া সদর হাসপাতালে এক নাবালিকা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ল্যাবকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুকে যন্ত্রণা নিয়ে গত ২৮ অগাস্ট হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে। গতকাল রাতে সিটি স্ক্য়ান হয় তার। অভিযোগ, সিটি স্ক্য়ানের জন্য় ল্য়াবরেটরিতে নিয়ে যাওয়া হলে নাবালিকার শ্লীলতাহানি করে আনন্দ রাজ নামে এক ল্য়াব অ্য়াটেনডেন্ট। ল্য়াব থেকে বেরিয়ে নাবালিকা বাড়ির লোককে সব খুলে বলে। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। </p>
<p>এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় DYFI । প্রায় এক ঘণ্টা ধরে সংগঠনের কর্মীরা সুপারের ঘর ঘেরাও করে রাখেন। বাইরে অনেক DYFI কর্মী বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের আধিকারিকরা। বিক্ষোভে যোগ দেন দীপ্সিতা ধর। তিনি বলেন, "আমাদের ভেবে রাগ হচ্ছে। ক্ষোভে ফেটে পড়ছি। কারণ, যখন আরজি কর নিয়ে, মহিলাদের নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতের মানুষ রাস্তায়, আমাদের হাওড়া জেলার একজন মানুষের এমন সাহস হচ্ছে যে সে একজন নাবালিকাকে হেনস্থা করতে পারে। আমরা সুপারের কাছে জানতে চেয়েছিলাম, যখন একজন নাবালিকাকে স্ক্যান রুমে পাঠানো হচ্ছে, তখন সেখানে কেন একজন মহিলা নার্স থাকবে না ? এই দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। যদি মহিলা নার্স না থাকে, তাহলে বাড়ির কাউকে কেন অনুমতি দেওয়া হবে না ? সেটার দায়িত্বও হাসপাতাল কর্তৃপক্ষের। উনি কিছু বলতে পারলেন না। এমন সুপার মানুষ যিনি নিজেই জানেন না হাসপাতালের ভিতরে কী হচ্ছে, তার কাছে আমরা কী আশা করব ?"</p>
Source link
হাওড়া সদর হাসপাতালে এক নাবালিকা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ল্যাবকর্মীর বিরুদ্ধে
Read Time:2 Minute, 40 Second