ABP Aananda Live: হাওড়ার (Howrah News) বেলগাছিয়ায় বিপর্যয়ের পর মঙ্গলবার পুরসভা এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়ি তৈরি করে দেওয়ার পাশাপাশি ৬৬টি ওয়ার্ডে ১৩০ জন অবজারভার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
নেই মাথা গোঁজার ঠাঁই, দুর্ভোগে বাঁধ ভাঙছে সহ্যশক্তির। কথা বলতে গেলেই চোখ ফেটে বেরিয়ে আসছে জল। ভাগাড় সমস্যা মেটাতে এদিন সল্টলেকের নগরায়ন ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন হাওড়া জেলা পুলিশ-প্রশাসন এবং পুরসভার আধিকারিকরা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ৬৬টি ওয়ার্ডে ১৩০ জন অবজারভার নিয়োগ করা হবে। কোথায় কী সমস্যা রয়েছে, তা ঘুরে দেখবেন অবজারভাররা। এর পাশাপাশি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের থেকে ইঞ্জিনিয়রদের আনা হবে। KMDA এবং হাওড়া পুরসভা একসঙ্গে কাজ করবে। ফিরহাদ হাকিম বলেন, “৬৬টি ওয়ার্ডে ১৩০ জন অবজারভার দিচ্ছি, সব সমস্যা দেখবে। ৩৯টি রাস্তা ঠিক করব। HIT থেকে ইঞ্জিনিয়ারকে ট্রান্সফার করা হচ্ছে। কেএমসি থেকে মোবাইল কম্পাক্টর পাঠাচ্ছি। কেএমডিএ এবং হাওড়া কর্পোরেশন একসঙ্গে কাজ করবে।”