সুনীত হালদার, হাওড়া: সাতসকালে হাওড়া পুরসভায় (Howrah Municipality) মর্মান্তিক ঘটনা। পুরসভার মেন গেটের সামনে গাছ ভেঙে পড়ায় চাপা পড়ে মৃত্যু হল পুরসভার দুই কর্মীর। মৃত উমেশ মাহাতো পুরসভার স্বাস্থ্য বিভাগের স্থায়ী কর্মী এবং নুর মহম্মদ অস্থায়ী কর্মী ছিলেন। সকাল ৬টায় ডিউটি শেষ হওয়ার কথা ছিল নিরাপত্তারক্ষী নুর মহম্মদের। তার আগে স্বাস্থ্য বিভাগের স্থায়ী কর্মী উমেশ মাহাতোর সঙ্গে কলেজের গেটের সামনে বসে চা খাচ্ছিলেন নুর। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর ঘরের সামনে একটি ইউক্যালিপটাস গাছ ৩ জনের ওপর ভেঙে পড়ে। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পুরসভার দুই কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান।
বুধবার সকাল পৌনে ছটা নাগাদ হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের স্প্রে ম্যান উমেশ মাহাতো এবং নিরাপত্তা রক্ষী নুর মহম্মদ সহ আরও এক নিরাপত্তারক্ষী পুরসভার গেটের সামনে চা খাচ্ছিলেন। হঠাৎ হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর ঘরের সামনে একটি বড় ইউক্যালিপটাস গাছ তিনজনের উপর ভেঙে পড়ে। নুর মহম্মদ এবং উমেশ মাহাতো দুজনেই ঘটনাস্থলেই গুরুতর জখম হন। খবর পেয়ে হাওড়া থানা থেকে পুলিশ ছুটে আসে। আহতদের নিয়ে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরও একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। গাছটিকে বড় করাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর বিপর্যয় মোকাবিলা দফতর এবং হাওড়া পুরসভার কর্মীরা ক্রেনের সাহায্যে গেটের সামনে থেকে গুড়ি এবং ডালপালা সরায়। পুরসভার কর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন গাছটি হেলে ছিল। সেভাবেই ঝড় বৃষ্টি ছাড়াই গাছটি হঠাৎ ভেঙে পড়বে বোঝা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বর্ষায় মাটি আলগা হয়ে যাওয়ার কারণে গাছটি ভেঙে পড়ে। এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে সুজয় চক্রবর্তী বলেন, “এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। দুজন পুরসভার কর্মীর গাছ পড়ে মৃত্যু হয়েছে। আমরা দুটো পরিবারের পাশে আছি। তাদের সরকারের নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।”