সুনীত হালদার, হাওড়া: ফের বিপর্যস্ত রেল পরিষেবা। এবার হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। সিগন্যাল থেকে বেরিয়ে থাকা অংশের সঙ্গে লোকাল ট্রেনের ধাক্কা লাগে। যার জেরে ব্যাহত হয় হাওড়ার দক্ষিণ পূর্ব রেলওয়ের শালিমার শাখায় ট্রেন চলাচল।
রেল সূত্রে খবর, রবিবার সকাল ১১ টা নাগাদ একটি লোকাল ট্রেন সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার পথে বেতর রেল ক্রসিং এ সিগনালে বেরিয়ে থাকা অংশে ধাক্কা মারে। ঘটনাটি চালকের নজরে আসতেই সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে ছুটে যান রেলের ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়। প্রায় দেড় ঘন্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুপুর ১২:৩০ নাগাদ ওই লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন, ‘বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা’, RG Kar আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখর রায়ের
এদিকে, লাইন না পাওয়ার ফলে ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস এবং ডাউন করমন্ডল এক্সপ্রেস অন্য স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। যাত্রীরা পড়েন বিপাকে। সাড়ে বারোটার নাগাদ ট্রেনটিকে লাইন থেকে সরানোর পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে।
অগাস্টেই সিগনালিং বিভ্রাটে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ছিল ট্রেন চলাচল। মধ্যবিত্ত, খেটে-খাওয়া মানুষের লাইফ লাইন লোকাল ট্রেন। সেই যাত্রাপথে দুর্ভোগ যেন প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেল সূত্রে খবর ছিল বনগাঁ স্টেশনের কাছে সিগনাল প্যানেল ভেঙে গিয়েছিল। যার জেরে সকালে লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে ভিড় জমে যায়। অনেকেই সমস্যায় পড়েন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন