<p><strong>সুনীত হালদার, হাওড়া:</strong> নদীতে স্নান করতে নেমে দুর্ঘটনা এই প্রথমবার নয়। এবার ফের অতীতের তিক্ত ঘটনা ফিরল হাওড়া জেলায়। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। আজ বিকেলে সাড়ে চারটে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে সালকিয়া বাধা ঘাটে।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=iyLRRwOQrYw[/yt]</p>
<p>পুলিশ সূত্রে খবর, বেলুড় থানা এলাকার ৩ যুবক মহম্মদ রেহান (২৯), আশিক খান (২০) এবং ফিরোজ খান (২২) গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। হঠাৎ গঙ্গায় জোয়ার আসায় তিনজন তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করতে পারলেও ফিরোজ তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালিপাঁচঘরা থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নদীতে তল্লাশি চালালেও কোনও খোঁজ পাওয়া যায়নি। এখনো তল্লাশি চলছে।</p>
Source link
গঙ্গায় নেমে স্নান ৩ যুবকের, আচমকাই এল জোয়ার, মর্মান্তিক ঘটনা হাওড়ায় !
