NOW READING:
হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জলসঙ্কট, কবে মিটবে সমস্যা?
March 22, 2025

হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জলসঙ্কট, কবে মিটবে সমস্যা?

হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জলসঙ্কট, কবে মিটবে সমস্যা?
Listen to this article


ABP Ananda LIVE : হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জলসঙ্কট মেটাতে বিকল্প পাইপলাইন বসানোর কাজ শুরু করল হাওড়া পুরসভা। উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড এবং শিবপুর বিধানসভার চারটি ওয়ার্ড এবং মধ্য হাওড়ার চারটি ওয়ার্ড, সব মিলিয়ে মোট ২২টি ওয়ার্ড গত দু’দিন ধরে জলসঙ্কটে ভুগছিল। যার জেরে কয়েক হাজার পরিবারকে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। শিবপুর ও মধ্য হাওড়ায় জল সরবরাহ শুরু হলেও, উত্তর হাওড়া বিধানসভা জলশূন্যই ছিল। গতকাল সন্ধে থেকেই পদ্মপুকুর জল প্রকল্পের মূল লাইনের সঙ্গে জোড়ার জন্য পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। অন্যদিকে, পাইপলাইনের মেরামতি করতে গিয়ে গতকাল হাওড়ার বেলগাছিয়া এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরে। আজ সকালে সেখানে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিপজ্জনকভাবে ফাটল ধরায় অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। হাওড়া পুরসভার দাবি, ক্ষতিগ্রস্তদের স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে।



Source link