NOW READING:
হাওড়ায় বেপরোয়া ‘বাইকের ধাক্কায়’ মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ ‘যুব TMC সভাপতি’ ?
February 24, 2025

হাওড়ায় বেপরোয়া ‘বাইকের ধাক্কায়’ মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ ‘যুব TMC সভাপতি’ ?

হাওড়ায় বেপরোয়া ‘বাইকের ধাক্কায়’ মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ ‘যুব TMC সভাপতি’ ?
Listen to this article


হাওড়া: হাওড়ার কদমতলায় সরকারি আবাসনের সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল মহিলা পথচারীর। অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে ব্যাঁটরা থানার পুলিশ।

Howrah News: হাওড়ায় বেপরোয়া 'বাইকের ধাক্কায়' মৃত্যু মহিলার, ঘাতক বাইকে বসেছিলেন খোদ 'যুব TMC সভাপতি' ?

মৃতের পরিবারের অভিযোগ, বাইকে বসেছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অভিজিৎ মণ্ডল। মত্ত অবস্থায় চালক বাইক চালাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। মৃতের নাম অর্চনা দত্ত, তিনি সরকারি আবাসনে থাকতেন। রাতে বাড়ি ফেরার সময় প্রৌঢ়াকে ধাক্কা মারে বাইক। প্রৌঢ়ার মাথায় চোট লাগে, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

আরও পড়ুন, কিছু জানানো হয়নি ? আর জি করকাণ্ডে মৃত চিকিৎসকের পরিবারের অভিযোগ খণ্ডন CBI-এর !

 

আরও দেখুন



Source link