NOW READING:
নেই জল- বিদ্যুৎ,এবার মাথার ছাদ পর্যন্ত নেই, হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা
March 23, 2025

নেই জল- বিদ্যুৎ,এবার মাথার ছাদ পর্যন্ত নেই, হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা

নেই জল- বিদ্যুৎ,এবার মাথার ছাদ পর্যন্ত নেই, হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা
Listen to this article


ABP Ananda Live: নেই জল, নেই বিদ্যুৎ, বাড়িতে ফাটল, হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা। হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ । হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপলাইন বসাতে গিয়ে ধস।  একাধিক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফাটল, ভেঙে পড়েছে ল্যাম্প পোস্ট।  যে কোনও মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা। এখনও জল সঙ্কটে জেরবার হাওড়ার বেশ কয়েকটি এলাকা। জল সঙ্কটে জেরবার উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। বালির ৩টি ওয়ার্ডেও জল সঙ্কট চরমে।ধস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিশেষজ্ঞ দল।

 

বিচারপতি যশবন্তের বাংলোর স্টোররুমে টাকার পাহাড় মজুত ছিল বলে জানা যাচ্ছে। আগুন থেকে রক্ষা পায়নি ওই স্টোররুমও। যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বান্ডিল বান্ডিল টাকা পড়ে রয়েছে মেঝেতে। আগুনে কিছু বান্ডিল পুড়ে গিয়েছে। অর্ধেক পুড়ে গিয়েছে কিছু আগুন নেভাতে দমকল বাহিনীর ছোড়া জলে ভিজে গিয়েছে কিছু বান্ডিল। ছাই, কালিমাখা অবস্থাতেও পড়ে রয়েছে টাকা। 



Source link