# Tags
#Blog

পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল তরুণের, শোকের ছায়া হাওড়ার বাড়িতে

পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল তরুণের, শোকের ছায়া হাওড়ার বাড়িতে
Listen to this article



<p><strong>সুনীত হালদার, হাওড়া:&nbsp; </strong>বাবার সঙ্গে বাইকে চেপে MBA পরীক্ষার ইন্টারভিউ দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সেই গুরুতর জখম হয়েছিলেন বাবা এবং ছেলে। গতকাল দুপুরে দুর্ঘটনাটি ঘটে নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে। আজ, শুক্রবার সকালে ওই যুবকের মৃত্যু হয় একটি বেসরকারি হাসপাতালে। তাঁর বাবা ওই হাসপাতালের আইসিইউতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত ধরা পড়েনি ঘাতক লরি এবং চালক।&nbsp;</p>
<p><strong>মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু:</strong> হাওড়ার দক্ষিণ বাকসাড়া পোলেন পাড়ার বাসিন্দা সুব্রত কুন্ডু(৫৩) শিশুদের একটি স্কুল চালান। গতকাল তাঁর একমাত্র ছেলে সস্মিত কুন্ডু (২৩) কে বাইকে &nbsp;চাপিয়ে কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল এমবিএ ভর্তির ইন্টারভিউ। বাইকটি যখন দুপুর আড়াইটা নাগাদ কোনা এক্সপ্রেস ওয়ে ধরে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডে উঠতে যায় সেই সময় পিছন থেকে একটি লরি ধার থেকে বাইকটিকে চেপে দেয়। সুব্রতবাবু বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন বাবা এবং ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হন দুজনেই। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে।</p>
<p>হাসপাতাল সূত্রে খবর, দুজনের শরীরে একাধিক হাড় ভেঙে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে অচৈতন্য হয়ে পড়েন সস্মিত। তাঁদের দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সস্মিতের হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়। তাঁর বাবা এখনও আইসিইউ তে ভর্তি আছেন। একমাত্র ছেলের মৃত্যু সংবাদ এখনো তাঁকে দেওয়া হয়নি। এই ঘটনায় আত্মীয়, পরিজন এবং বন্ধুদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। চ্যাটার্জিহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত ধরা পড়েনি ঘাতক লরি অথবা চালক। কোনা এক্সপ্রেস ওয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। লরির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।</p>
<p>চলতি সপ্তাহে কোচবিহারের খাপাইডাঙায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় শিক্ষক দম্পতি ও তাঁদের দুই সন্তানের। মৃত সঞ্জিত রায় ও বিপাশা সরকার রায় বানেশ্বরের বাসিন্দা। নাটাবাড়ি হাইস্কুলের শিক্ষক সঞ্জিত গতকাল রাতে পরিবার নিয়ে গাড়ি চালিয়ে তুফানগঞ্জের বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। রবিবার রাত ১১টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় সঞ্জিত, তাঁর স্ত্রী নাটাবাড়ি প্রাথমিক স্কুলের শিক্ষিকা বিপাসা সরকার রায় ও দম্পতির ৬ ও ২ বছরের দুই সন্তানের। পুণ্ডিবাড়ি থানার পুলিশ গিয়ে চারজনের দেহ উদ্ধার করে।</p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="TMC Leader Arrest: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি" href="https://bengali.abplive.com/district/barabazar-youth-trinamool-leader-tarun-tiwari-arrested-on-extortion-charges-1111390" target="_self">TMC Leader Arrest: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি</a></strong></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal