NOW READING:
গাড়ির মাথা থেকে ব্রিজের রেলিং টপকে নিচের রাস্তায়! নিবেদিতা সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ৪ জনে
March 21, 2025

গাড়ির মাথা থেকে ব্রিজের রেলিং টপকে নিচের রাস্তায়! নিবেদিতা সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ৪ জনে

গাড়ির মাথা থেকে ব্রিজের রেলিং টপকে নিচের রাস্তায়! নিবেদিতা সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ৪ জনে
Listen to this article


ভাস্কর ঘোষ, হাওড়া: মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল ৪ জনের। ব্রিজের রেলিং পেরিয়ে নিচে পড়ে জীবনহানি। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ বালি নিবেদিতা সেতু টোল ওয়ে লালবাড়ির সামনে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় চার জনের।

পুলিশ সূত্রে জানা গেছে, চার চাকার ছোট গাড়ি কাপড়ের পেটি বোঝাই করে হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিল। আচমকাই গাড়ির একটি টায়ার ফেটে গিয়ে উল্টে যায়। গাড়ির মাথায় বসেছিলেন ৬ জন শ্রমিক।  

গাড়ি উল্টে যাওয়ায় ওই ৬ জনই ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় চল্লিশ ফুট নিচের রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আরও দু’ জন গুরুতর জখম হয়। তাদের সকলকেই উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে এঁদের মধ্যে চার জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দু’জনকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ১৫ টুকরো! নেপথ্যে তন্ত্রসাধনা? মেয়ের ফাঁসি চাইছেন মা-বাবা!

এই গোটা ঘটনাটি নিয়ে বালি পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও  সকলের নাম পরিচয় পাওয়া যায়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন



Source link