জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজকের দৌড়ঝাঁপের জীবনে সুস্থ থাকা যেন এক কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কাজের চাপ, অনিয়মিত জীবনযাপন ও ফাস্ট ফুডের কারণে অনেকেই শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে মানুষ আবার ফিরছে প্রাচীন স্বাস্থ্যপদ্ধতির দিকে—যেখানে আছে যোগব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং আয়ুর্বেদ। আর এই পরিবর্তনের মধ্যেই একটা বড় ভূমিকা নিচ্ছেপতঞ্জলি আয়ুর্বেদ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
যোগগুরুবাবা রামদেব প্রতিষ্ঠিত পতঞ্জলি সংস্থার মূল লক্ষ্য হল – প্রাকৃতিক ও আয়ুর্বেদিক পণ্যের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটানো। তারা দাবি করে, তাদের সব প্রোডাক্টে রাসায়নিকের বদলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় যাতে শরীরের ওপর কোনও ক্ষতিকর প্রভাব না পড়ে।
আরও পড়ুন: Patanjali Medicine: পতঞ্জলি ওষুধ কেন প্রজন্ম থেকে প্রজন্মে সবার জন্য বিশ্বাসযোগ্য
পতঞ্জলি প্রোডাক্টে কী আছে?
পতঞ্জলি জানায়, তাদের অনেক প্রোডাক্টে আছে প্রাচীন ভেষজ উপাদান যেমন— অশ্বগন্ধা,ত্রিফলা, তুলসী, এবং শতাবরী। এই উপাদানগুলো শরীরকে ভিতর থেকে শক্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু শারীরিক সুস্থতাই নয়, এই প্রোডাক্টগুলো মানসিক শান্তি ও আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।
তারা আরও বলে, পতঞ্জলির সব প্রোডাক্ট পরিবেশবান্ধব উপায়ে তৈরি। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে এই পণ্য উৎপাদন করা হয়, যাতে প্রকৃতির ক্ষতি না হয়। এছাড়াও, যোগ এবং ধ্যানকে লাইফস্টাইলের অংশ করে তোলা – এই কোম্পানির বিশেষ বার্তা।
আরও পড়ুন: Patanjali Group: সংস্কৃতি এবং শাস্ত্রে লুকিয়ে দুরূহ রহস্য! পতঞ্জলির মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী…
ভারতীয়দের মধ্যে কেন জনপ্রিয় হচ্ছে পতঞ্জলি?
পতঞ্জলি আজ অনেক ভারতীয় পরিবারের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কারণ, তাদের প্রোডাক্ট শুধু সস্তা ও সহজলভ্য নয়, বরং বহু মানুষের মধ্যে একটিবিশ্বাস তৈরি করেছে। আর সেই বিশ্বাস এসেছে তাদের গুণমান এবং ওদেশীয় উৎপাদনের কারণে। দাঁতের মাজন, চুলের তেল, হজমের সিরাপ থেকে শুরু করে স্কিনকেয়ার—প্রতিদিনের ব্যবহারের জন্য প্রায় সবকিছুই পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে। বিশ্বজুড়ে বাড়ছে আয়ুর্বেদ প্রোডাক্টের চাহিদা।
[এই প্রতিবেদনটি IndiaDotCom Pvt Lt-এর কনজিউমার কানেক্টেড একটি উদ্যোগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল সম্পাদকীয় বিভাগ প্রতিবেদনের বক্তব্যের জন্য দায়বদ্ধ না।]
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)